Balurghat Petrol-Diesel Protest: অহরহ বাড়ছে দাম, সাইকেল চালিয়ে প্রতীকী প্রতিবাদ তৃণমূলের
Balurghat: আজকের এই প্রতীকী প্রতিবাদে উপস্থিত ছিলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র সহ অন্যান্য তৃণমূল কাউন্সিলররা।
বালুরঘাট: লাগাতার বেড়েছে পেট্রোলের দাম। জোর সঙ্গ দিচ্ছে ডিজেলও। ছক্কা হাঁকিয়ে এগিয়ে যাচ্ছে উভয়ই। এবার লাগাতার এই দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন। এদিকে, পেট্রপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুধবার সকালে প্রতিবাদে পথে নামল বালুরঘাট পুরসভার চেয়ারম্যান সহ তৃণমূল কাউন্সিলররা।
বস্তুত, মঙ্গলবার রাত পর্যন্ত দক্ষিণ দিনাজপুরে পেট্রলের দাম ১১৫ টাকা ৪১ পয়সা। গত ছয় দিন ধরে জেলায় ১১৫ টাকাই রয়েছে পেট্রলের দাম। আজকের এই প্রতীকী প্রতিবাদে উপস্থিত ছিলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র সহ অন্যান্য তৃণমূল কাউন্সিলররা। পাশাপাশি উপস্থিত ছিলেন বালুরঘাট টাউন তৃণমূল সভাপতি বিমান দাস সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। পুরসভার এই জনপ্রতিনিধিদের পাশাপাশি তৃণমূল নেতৃত্বরাও এদিন সাইকেল চালিয়ে মিছিলে অংশ নেন।
এদিন সকালে বালুরঘাট হাই স্কুল সংলগ্ন এলাকা থেকে একটি সাইকেল নিয়ে র্যালি বের করেন পুরসভার তৃণমূল জনপ্রতিনিধিরা। যা গোটা শহর পরিক্রমা করে পুরসভায় গিয়ে শেষ হয়। যেভাবে পেট্রপণ্যের দাম দিন দিন বাড়ছে তার প্রতিবাদে বালুরঘাট পুরসভার জনপ্রতিনিধিদের অভিনব প্রতিবাদ কর্মসূচি। শুধুমাত্র পেট্রপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নয়, সাইকেল চালালে যে পরিবেশ দূষণ হয় না তারও বার্তা দেন এদিন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র।
এক তৃণমূল কাউন্সিলর বলেন, “যেভাবে পেট্রল-গ্যাসের মূল্য বৃদ্ধি হচ্ছে তার প্রতিবাদে প্রতীকী আন্দোলন আমাদের। এই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে অবিলম্বে দাবি রাখছি যাতে এই দাম কমানো হয়।”
আরও পড়ুন: HC On Partha Chatterjee: সিবিআই জিজ্ঞাসাবাদে আরও ৪ সপ্তাহের স্থগিতাদেশ, স্বস্তিতে পার্থ