Balurghat: ছাগলকে বাঁচাতে গিয়ে রক্তাক্ত হলেন বাড়ির বউ, গ্রামে এখন তাড়া করে ফিরছে সেই আতঙ্ক
Balurghat: এদিন বিকালে মাঠ থেকে ছাগল আনার সময় বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের এই চন্দ্রদৌল্লায় এলাকায় একটি শিয়াল বেশ কয়েকজনকে তাড়া করে। এক মহিলাকে কামড় দিতে গেলে কোন রকমে ওই মহিলা প্রাণে বাঁচেন।
বালুরঘাট: বাড়ির ছাগলকে বাঁচাতে গিয়ে শেয়ালের কামড়ে জখম তিনজন। তাঁদের মধ্যে দু’জনকে চিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেখানে তাঁদের চিকিৎসা চলছে। শুক্রবার বিকেলে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের কালিকাপুর ও চন্দ্রদৌল্লায়। এদিকে গোটা এলাকা শিয়ালের আতঙ্কে আতঙ্কিত। যদিও বালুরঘাট বনদফতরের পক্ষ থেকে পুরো বিষয়টি দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।
জানা গিয়েছে, এদিন বিকালে মাঠ থেকে ছাগল আনার সময় বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের এই চন্দ্রদৌল্লায় এলাকায় একটি শিয়াল বেশ কয়েকজনকে তাড়া করে। এক মহিলাকে কামড় দিতে গেলে কোন রকমে ওই মহিলা প্রাণে বাঁচেন। তারপরেই সুমন সর্দার নামে একটি নাবালোককে কামড়ে দেয় শিয়ালটি। এদিকে পরে ওই নবালককে বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। কিছুদিন আগেই কালিকাপুর এলাকার আরও এক মহিলাকে শিয়াল কামড় দেয়। বর্তমানে গোটা গ্রাম শিয়ালের আতঙ্কে আতঙ্কিত।
অন্যদিকে এদিন দুপুর বেলা বাড়ির পাশেই ছাগল বাঁধা ছিল সাবিত্রী চৌধুরীর। এদিকে বাড়ির পাশেই রয়েছে বড় জঙ্গল ও ফাঁকা মাঠ। হঠাৎ নজরে আসে একটি ছাগলের বাচ্চাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে শিয়াল। বিষয়টি নজরে আসতে সঙ্গে সঙ্গে ছাগলের বাচ্চাটিকে শিয়ালের মুখ থেকে বাঁচাতে ঝাপিয়ে পড়েন কালিকাপুরের সাবিত্রী চৌধুরী। তিনি পড়ে যান। তখনই শিয়াল তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে কামড়ে দেয়। মুখের বিভিন্ন জায়গায় আক্রমণ চালায়। বিষয়টি নজর আসতেই তাঁকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।