Balurghat: খেলার ছলে বানিয়েছিল কাগজে কালী প্রতিমা, পুজো করে সেটির বিসর্জন দিতে গিয়ে সব শেষ
Balurghat: মৃত দুই নাবালকের নাম ইশা সরকার(৯)ও মন্টি সরকার(১১)। তাদের বাড়ি ধাদলপাড়াতেই। মন্টি চতুর্থ শ্রেণির পড়ুয়া। আর ইশা তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করত। পরে কুমারগঞ্জ থানার পুলিশ তাদের দেহ উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসে।

কুমারগঞ্জ: কাগজের তৈরি কালি প্রতিমা নদীতে বিসর্জন দিতে গিয়ে আত্রেয়ী নদীতে তলিয়ে মৃত্যু দুই শিশুর। আরও দুই শিশু তলিয়ে গেলেও তাদের উদ্ধার করতে পেরেছে স্থানীয় বাসিন্দারা। সোমবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের ধাদোলপাড়ায়।
মৃত দুই নাবালকের নাম ইশা সরকার(৯)ও মন্টি সরকার(১১)। তাদের বাড়ি ধাদলপাড়াতেই। মন্টি চতুর্থ শ্রেণির পড়ুয়া। আর ইশা তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করত। পরে কুমারগঞ্জ থানার পুলিশ তাদের দেহ উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসে। বিষয়টি জানাজানি হতেই শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পুরো ঘটনা খতিয়ে দেখছে কুমারগঞ্জ থানার পুলিশ।
জানা গিয়েছে, সোমবার সকালে ধাদলপাড়ার চারজন শিশু খেলার ছলে কাগজের তৈরি কালি প্রতিমা তৈরি করে পুজো করে। সেই প্রতিমাকে পুজো করে তারা। এরপরই কাগজের তৈরি প্রতিমা আত্রেয়ী নদীতে বিসর্জন দিতে যায়। বাড়ির পাশে আত্রেয়ী নদীতে প্রতিমা বিসর্জন করতে গিয়েই চারজনই শিশু জলে তলিয়ে যায়। যার মধ্যে তিনজন কন্যা শিশু রয়েছে। বিষয়টি দুপুরে নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগালে দু’জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারে। বাকি দুজন জলে তলিয়ে যায়। পরবর্তীতে নদীতে নামে ডুবুরি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুমারগঞ্জ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা ও ডুবুরিদের সহায়তায় দুজনকে মৃত দুই নাবালিকাকে উদ্ধার করা হয়।





