কুশমণ্ডি: রাজ্য সড়কেই মরণফাঁদ? রাস্তার উপর জমেছে হাঁটু জল। রাস্তার মধ্যে তৈরি হয়েছে বড় বড় গর্ত। তার উপর দিয়েই বিপজ্জনক ভাবে যাতায়াত করছে যাত্রীবাহী বাস সহ অন্যান্য পণ্যবাহী যানবাহন। খানাখন্দে ভরা রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। রাস্তা সংস্কারের কথা বার বার বলার পরেও কোনও কাজই হয়নি। অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। অবশেষে বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে শুক্রবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকে কুমোরপাড়া এলাকায় বুনিয়াদপুর রায়গঞ্জ রাজ্য সড়কে ধারে চারা রোপন করে বিক্ষোভ দেখায় বিজেপি। বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধও হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুশমণ্ডি থানার পুলিশ। পরে পুলিশি হস্তক্ষেপেই স্বাভাবিক হয় পরিস্থিতি। শুরু হয় যান চলাচল৷ এলাকার বাসিন্দারা বলছেন, গোটা রাস্তাতেই নানা জায়গায় রয়েছে বড় বড় গর্ত। যার ফলে একটু বৃষ্টি হলেই জল জমে যায় রাজ্য সড়কে। নিত্য দিন দুর্ঘটনায় লেগেই থাকে। এদিকে প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে। কিন্তু, তারপরেও লাগাতার অভিযোগ পাওয়ার পরেও টনক নড়েনি প্রশাসনের।
এদিনের রাস্তা অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার বিজেপির সম্পাদক তাপস চন্দ্র রায়, কুশমণ্ডির মণ্ডল সভাপতি অজিত সরকার, বিজেপি নেতা রাজেশ সরকার, গৌতম গোস্বামী সহ অন্যান্য নেতৃত্ব। বেহাল রাজ্য সড়ক দ্রুত সারাই না করা হলে আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামবেন বলে সাফ হুঁশিয়ারি দিয়ে রেখেছে পদ্ম শিবির।