Bombing: পঞ্চায়েত সদস্যের স্বামী দেখেই বোমাবাজি! রাতেই কেঁপে উঠল তপন, গ্রামে ঢুকল বিশাল পুলিশ বাহিনী

Bombing: আজিবুর আবার বর্তমানে অঞ্চল আইএনটিটিইউসির সভাপতি। তাঁর অভিযোগ, এদিন রাতে তাঁকে দেখেই একদল যুবক বোমা ছুঁড়ে পালিয়ে যায়। বিকট শব্দে ফেটেও যায় বোমা। কিন্তু, বরাত জোরে তিনি প্রাণে বেঁচে গিয়েছেন।

Bombing: পঞ্চায়েত সদস্যের স্বামী দেখেই বোমাবাজি! রাতেই কেঁপে উঠল তপন, গ্রামে ঢুকল বিশাল পুলিশ বাহিনী
ব্যাপক উত্তেজনা গ্রামেImage Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Mar 20, 2025 | 11:38 PM

তপন: রাতের অন্ধকারে তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামীকে টার্গেট করে বোমাবাজির অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার মাগুরপুরে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তপন থানার বিশাল পুলিশ বাহিনী। আতঙ্কের আবহ গোটা গ্রামে। দ্রুত পুলিশের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন রামপাড়া চাঁচড়া গ্রাম পঞ্চায়েতের সদস্যা মাহমুদা খাতুনের স্বামী আজিবুর রহমান। তাঁকে লক্ষ্য করেই বৃহস্পতিবার রাতে বোমাবাজি করা হয়েছে বলে অভিযোগ। 

আজিবুর আবার বর্তমানে অঞ্চল আইএনটিটিইউসির সভাপতি। তাঁর অভিযোগ, এদিন রাতে তাঁকে দেখেই একদল যুবক বোমা ছুঁড়ে পালিয়ে যায়। বিকট শব্দে ফেটেও যায় বোমা। কিন্তু, বরাত জোরে তিনি প্রাণে বেঁচে গিয়েছেন। চিৎকার-চেঁচামেচি শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায়। বিষয়টি জানাজানি হতেই খবর দেওয়া হয় তপন থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা মিলে এলাকায় খোঁজাখুঁজি শুরু করতেই আরও দু’টি তাজা বোমা উদ্ধার হয়। পুলিশই শেষ পর্যন্ত সেগুলি বালতির জলে ডুবিয়ে নিষ্ক্রিয় করে। 

আজিবুরের দাবি, কিছুদিন আগে ওই এলাকার একটি জমির বিবাদের সময় একজনকে সহযোগিতা করেছিলেন আজিবুর। সেই ঘটনার জেরেই তার উপর এই হামলা করা হয়েছে বলেই তাঁর প্রাথমিক অনুমান। পুলিশকেও জানিয়েছেন সে কথা। আগামীকাল এনিয়ে তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করতে চলেছেন তিনি। যদিও বোমাবাজির ঘটনার নেপথ্যে রাজনীতির যোগ আছে নাকি অন্য কোনও কারণ তা ইতিমধ্যেই খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। এলাকার বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।