Court Order: রাস্তা থেকে জঙ্গলে নিয়ে গিয়ে পাড়ার মেয়েকে লাগাতার ধর্ষণ, আদালতের নির্দেশে চরম পরিণতি পাড়ার দুই ‘দাদার’
Court Order: অভিযুক্ত দু’জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক শরন্যা সেন প্রসাদ৷ টাকা আদায় না হলে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
বালুরঘাট: বছর পাঁচেক আগে ১৫ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল প্রতিবেশী দুই তরুণের বিরুদ্ধে। গ্রেফতারও করেছিল পুলিশ। পাঁচ বছর ধরে চলছিল মামলা। অবশেষে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে দিল আদালত। এদিন বালুরঘাট জেলা আদালতের স্পেশাল পকসো কোর্টে হয় সাজা ঘোষণা। অভিযুক্ত দু’জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক শরন্যা সেন প্রসাদ৷ টাকা আদায় না হলে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
একইসঙ্গে নির্যাতিতাকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছে আদালত। পাঁচ বছর পর অবশেষে সাজা ঘোষণায় খুশি নির্যাতিতার পরিবার। ঘটনাটি ঘটেছিল ২০১৯ সালের ২০ ডিসেম্বর। ওই দিন দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানা এলাকায় ১৫ বছরের এক নাবালিকা রাস্তা দিয়ে যাচ্ছিল। অভিযোগ, একা পেয়ে পথ আটকায় প্রতিবেশী দুই তরুণ। সেখান থেকেই তাঁকে তুলে নিয়ে যায়। পাশেই একটি জঙ্গলে নিয়ে গিয়ে লাগাতার ধর্ষণ করা হয়। এমনকী বাড়িতে যাতে ঘটনার কথা কাউকে জানানো না হয় তার জন্য হুমকিও দেওয়া হয়। ঘটনার জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে ওই নাবালিকা। শুরুতে বাড়িতে কিছু জানাতেও পারেনি।
এই খবরটিও পড়ুন
যদিও কিছু সময়ের মধ্যে মায়ের কাছে সবটা খুলে বলে নাবালিকা। ঘটনার দু’দিন পর হিলি থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। অভিযোগ পেয়ে অ্যাকশন নেয় পুলিশ। মুহূর্তেই গ্রেফতার করা হয় দুই তরুণকে। সমস্ত জিজ্ঞাসাবাদ শেষে ৩৫ দিনের মাথায় চার্জশিট জমা দেয় পুলিশ। তারপর থেকেই জেল হেফাজতেই ছিল দুই যুবক। অবশেষে হল সাজা ঘোষণা।