বালুরঘাট: সত্তোর উর্ধ এক বৃদ্ধা মা-কে আগুন লাগিয়ে মেরে ফেলার অভিযোগ ছেলে ও বউয়ের বিরুদ্ধে। নিজের মাকেই পুড়িয়ে দিয়ে পলাতক ছিলেন ছেলে। পরে যদিও তাদের হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসীরা। এরপর পুলিশের হাতে অভিযুক্ত গোপাল রায় ও তার স্ত্রী শিল্পী রায়কে তুলে দেয় উত্তেজিত জনতা। এদিন সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের ২৫ নম্বর ওয়ার্ডের খাদিমপুর বটতলা এলাকায়। এদিকে বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে, মৃত ওই বৃদ্ধার দেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পুরো ঘটনা খতিয়ে দেখছে তারা।
জানা গিয়েছে, মৃতা বৃদ্ধার নাম সুভদ্রা রায়। বয়স ৭০-র বেশি। দীর্ঘদিন ধরেই তাঁর উপর অত্যাচার চালোনোর অভিযোগ উঠেছিল তাঁর ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে। জানা গিয়েছে, মাঝেমধ্যেই তারা বৃদ্ধার খাওয়া বন্ধ করে দিত। এখানেই শেষ নয় বেধড়ক মারধরও করত। অভিযোগ, শুক্রবার রাতে ওই বৃদ্ধার গায়ে তাঁর ছেলে ও পুত্রবধূ আগুন লাগিয়ে দেয়। এরপর মহিলা সম্পূর্ণ পুড়ে গেলে তাঁকে মেরে বাড়ির সামনের রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার খবর পুলিশ জানতে পেরেই গতকাল রাতেই ওই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছিল। তবে গুণধর ছেলে ও তার বউ ফেরার থাকায় তাদের ধরা যায়নি।
এরপর আজ সকালে ছেলে ও পুত্রবধূ এলাকায় উঁকিঝুঁকি মারতে আসে। সেই সময় এলাকার মানুষেরা তাদের হাতেনাতে ধরে ফেলে। পুলিশে খবর দেয়। বালুরঘাট থানার পুলিশ এসে ওই দুই অভিযুক্তদের ধরে নিয়ে যায়। এখনো এলাকায় ছাই পড়ে আছে ও লেগে রয়েছে কালো দাগ আছে। এদিকে বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রতিবেশীরা।