CPIM Leader Death: বুদ্ধবাবুর ক্যাবিনেটের মন্ত্রী নারায়ণ বিশ্বাস প্রয়াত

CPIM: তৎকালীন বাম আমলে দশ বছর রাজ্যের মন্ত্রী থাকার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি, জেলা প্রাথমিক বিদ্যালয়ে সংসদের চেয়ারম্যান, গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ একাধিক গুরুত্বপূর্ণ পদ দক্ষতার সঙ্গে সামলেছিলেন তিনি।

CPIM Leader Death: বুদ্ধবাবুর ক্যাবিনেটের মন্ত্রী নারায়ণ বিশ্বাস প্রয়াত
প্রয়াত নারায়ণ বিশ্বাসImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 05, 2023 | 2:22 PM

গঙ্গারামপুর: রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম জেলা সম্পাদক নারায়ণ বিশ্বাস প্রয়াত। শারীরিক অসুস্থতা নিয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার সকাল সাড়ে ছ’টা নাগাদ মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে নারায়ণবাবু বয়স হয়েছিল প্রায় ৬৭ বছর।

তৎকালীন বাম আমলে দশ বছর রাজ্যের মন্ত্রী থাকার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি, জেলা প্রাথমিক বিদ্যালয়ে সংসদের চেয়ারম্যান, গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ একাধিক গুরুত্বপূর্ণ পদ দক্ষতার সঙ্গে সামলেছিলেন তিনি। এছাড়াও দীর্ঘদিন সিপিআইএমের জেলা সম্পাদক ও বামফ্রন্টের জেলা আহ্বায়ক ছিলেন। বিগত বেশ কয়েকদিন ধরে যকৃতের অসুস্থতায় ভুগছিলেন । ভর্তি ছিলেন পিজি-তে। আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সিপিএম সূত্রে জানা গিয়েছে, পিজিতে মরণোত্তর চক্ষুদান করা হবে তাঁর। এরপর মৃতদেহ কলকাতার দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। পরে মরদেহ আনা হবে দক্ষিণ দিনাজপুরে। বুধবার শেষ শ্রদ্ধা জানিয়ে মালদা মেডিক্যাল কলেজে নারায়ণবাবুর শরীর দান করা হবে।

দক্ষিণ দিনাজপুরের দায়িত্বপ্রাপ্ত নেতা কল্লোল মজুমদার বলেছেন, ৭০–এর দশকের গোড়ায় কৃষক আন্দোলনের মধ্যে দিয়ে সিপিআইএম-এর সদস্য পদ পান নারায়ণ বিশ্বাস। ১৯৯৩–১৯৯৮ পর্যন্ত দক্ষিণ দিনাজপুরের জেলা সভাধিপতি ছিলেন। ২০০১ থেকে ২০১১ পর্যন্ত বুদ্ধদেব ভর্টাচার্যর মন্ত্রীসভার সদস্য ছিলেন।