AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Balurghat: দুর্যোগের মধ্যেই বালুরঘাটে ভেঙে পড়ল আলোকসজ্জার বিশাল তোরণ, অল্পের জন্য রক্ষা পেল বাস

Durga Puja: বিষয়টি দেখা মাত্রই ছুটে যান নিউটন ক্লাব অ্যান্ড পল্লী পাঠাগারের সদস্যরা। তাঁরা দ্রুত বাঁশের ওই কাঠামো খুলে ফেলার কাজে হাত লাগান। ঘটনার জেরে বেশ কিছু সময়ের জন্য এলাকায় ব্যাপক যানজটও তৈরি হয়।

Balurghat: দুর্যোগের মধ্যেই বালুরঘাটে ভেঙে পড়ল আলোকসজ্জার বিশাল তোরণ, অল্পের জন্য রক্ষা পেল বাস
ব্যাপক চাঞ্চল্য এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Oct 04, 2025 | 7:35 PM
Share

বালুরঘাট: দক্ষিণবঙ্গে আকাশের মুখ ভার। অন্যদিকে উত্তরবঙ্গেও রয়েছে দুর্যোগের পূর্বাভাস। এরইমধ্যে অল্প সময়ের ঝড়-বৃষ্টিতে ৫১২ নম্বর জাতীয় সড়কের উপর ভেঙে পড়ল আলোকসজ্জার তোরণ। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীবাহী বাস। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য পাওয়ার হাউজ এলাকায়। এদিকে যে সময় বাঁশের ওই বিশালাকার তোরণটি ভেঙে পড়েছিল তখন নীচ দিয়ে যাচ্ছিল একটি বাইক। দেখা মাত্রই চালক বাইক ফেলে তিনি সরে যান। আসছিল একটি বাসও। সেটি পাশের দোকানের দিকে গিয়ে আটকে যায়। ফলে অল্পের জন্য রক্ষা পেয়ে যায় বাসটি। হতাহতের কোনও ঘটনা ঘটেনি। সোজা বাইকের উপর পড়ে তোরণটি। 

বিষয়টি দেখা মাত্রই ছুটে যান নিউটন ক্লাব অ্যান্ড পল্লী পাঠাগারের সদস্যরা। তাঁরা দ্রুত বাঁশের ওই কাঠামো খুলে ফেলার কাজে হাত লাগান। ঘটনার জেরে বেশ কিছু সময়ের জন্য এলাকায় ব্যাপক যানজটও তৈরি হয়। খবর পেয়ে  ঘটনাস্থলে আসে বালুরঘাট সদরের ট্র্যাফিক পুলিশ। পুলিশও কাজে হাত লাগায়। তাঁদের উপস্থিতিতে গোটা বাঁশের গেটটিই খুলে ফেলা হয়। 

শুধু এই তোরণটিই ভেঙেছে এমনটা নয়। ওই অল্প সময়ের ঝড়-বৃষ্টিতে শহরের নানা প্রান্তেই প্রচুর গাছ উপড়ে পড়েছে। একাধিক জায়গায় জলও জমে যায়। জায়গায় জায়জায় যানজটের ছবি দেখা যায়। এদিকে আবহাওয়া দফতর বলছে শনিবারই প্রবল বৃষ্টির লাল সর্তকতা থাকছে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। হাওয়া অফিস বলছে এই দুই জেলার নানা প্রান্তে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। একইসঙ্গে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। সেখানে ভারী বৃষ্টির জন্য কমলা সর্তকতা জারি রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে মালদহ ও দক্ষিণ দিনাজপুরে। সেখানে জারি রয়েছে হলুদ সর্তকতা। এদিকে পুজোর শেষে দুর্যোগপূর্ণ আবহাওয়াতে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের নানা প্রান্তেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক পুজো মণ্ডপ। নিউটাউনেও ভেঙে পড়েছিল পুজোর তোরণ। ঘটনাটি ঘটেছিল নিউটাউনের আকন্দকিশোরী সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপের সামনে।