Suvendu Adhikari: ‘আমার পাড়া, তৃণমূল তাড়া’, নতুন স্লোগান শুভেন্দুর, ভারতীয় মুসলিমদেরও দিলেন বার্তা

Suvendu Adhikari on Muslim vote: সুকান্তর বক্তব্যের রেশ টেনেই বিধানসভার বিরোধী দলনেতা বলেন, "ভারতীয় মুসলিমদের নিয়ে আমাদের কোনও সমস্যা নেই। আমি বক্তৃতা করতে উঠলেই আপনারা ভাবেন, এ বোধহয় আমাদের বিরুদ্ধে কিছু বলল। সবচেয়ে অস্বস্তিতে আমাদের সংখ্যালঘু মোর্চার লোকেরা থাকেন। আমি মুসলিম ভোট চাই না, একথা আমি বলি না। যেটা ধ্রুব সত্য বলি, আমরা মুসলিম ভোট পাই না।"

| Edited By: সঞ্জয় পাইকার

Oct 25, 2025 | 5:40 PM

গঙ্গারামপুর: পুলিশের অনুমতি পাওয়া যায়নি। সেই অনুমতি ছাড়াই দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর স্টেডিয়ামে বিজেপির বিজয় সংকল্প সভা থেকে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সরব হলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভারতীয় মুসলিমদেরও বার্তা দিলেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্ষণের অভিযোগ নিয়ে ফের শাসকদলকে নিশানা করলেন। একইসঙ্গে রাজ্য সরকারের ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পকে খোঁচাও দিলেন। বললেন, “আমার পাড়া, তৃণমূল তাড়া।”

এদিন গঙ্গারামপুরে গঙ্গারামপুর স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর আগে বক্তব্য রাখেন সুকান্ত। ভারতীয় মুসলিমদের বার্তা দিয়ে তিনি বলেন, “ভারতীয় মুসলিমরা এখানে ছিলেন, আছেন এবং আগামিদিনেও থাকবেন।” সুকান্তর পর বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় মুসলিমদের বার্তা দিলেন শুভেন্দুও।

সুকান্তর বক্তব্যের রেশ টেনেই বিধানসভার বিরোধী দলনেতা বলেন, “ভারতীয় মুসলিমদের নিয়ে আমাদের কোনও সমস্যা নেই। আমি বক্তৃতা করতে উঠলেই আপনারা ভাবেন, এ বোধহয় আমাদের বিরুদ্ধে কিছু বলল। সবচেয়ে অস্বস্তিতে আমাদের সংখ্যালঘু মোর্চার লোকেরা থাকেন। আমি মুসলিম ভোট চাই না, একথা আমি বলি না। যেটা ধ্রুব সত্য বলি, আমরা মুসলিম ভোট পাই না। নরেন্দ্র মোদী ভারতীয় সব দিয়েছেন। জাত দেখেননি, ধর্ম দেখেননি, ভোটব্যাঙ্ক দেখেননি। কিন্তু, আমরা যখন আপনাদের পাড়াতে যাই, তখন বলেন, এ তো জয় শ্রীরামের পার্টি এসেছে। এ তো হিন্দুদের পার্টি এসেছে। তাই, একে ঢুকতে দেব না। ভোট দিতে দেব না। এটাই হল সমস্যা।”

এরপরই রাজ্যের শাসকদলকে নিশানা করে তিনি বলেন, “পশ্চিমবঙ্গে কাদের ব্যবহার করা হচ্ছে। কাদের সামনে রেখে আইনশৃ্ঙ্খলার অবনতি করা হচ্ছে। আমি মনে করি, এরা ভারতীয় মুসলিম নয়। এরা বাংলাদেশি মুসলমান ও রোহিঙ্গা। কাঁটাতারহীন সীমান্ত দিয়ে ঢুকছে।”

দক্ষিণ দিনাজপুরেও জনবিন্যাস বদলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তৃণমূল সরকারের হঠানোর ডাক দিয়ে বিধানসভার বিরোধী দলনেতা বলেন, “এই সরকারকে উপড়ে ফেলে দিতে হবে। না হলে পশ্চিমবঙ্গ থাকবে না।” রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্ষণের অভিযোগ নিয়ে শাসকদলকে তীব্র আক্রমণ করলেন। নিজেকে ‘ছোট গ্যারান্টার’ বলে উল্লেখ করে শুভেন্দু বলেন, “ছাব্বিশের বিজেপি সরকার গঠনের পর ডিসেম্বরে এখানে মেডিক্যাল কলেজের শিলান্যাস ও কাজ শুরু হয়ে যাবে।” দক্ষিণ দিনাজপুরের ৬টি বিধানসভা আসনেই বিজেপি প্রার্থীদের জেতানোর আহ্বান জানান তিনি। রাজ্য সরকারের ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিকে কটাক্ষ করে শুভেন্দু নতুন স্লোগান দেন, “আমার পাড়া, তৃণমূল তাড়া।”

 

গঙ্গারামপুর: পুলিশের অনুমতি পাওয়া যায়নি। সেই অনুমতি ছাড়াই দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর স্টেডিয়ামে বিজেপির বিজয় সংকল্প সভা থেকে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সরব হলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভারতীয় মুসলিমদেরও বার্তা দিলেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্ষণের অভিযোগ নিয়ে ফের শাসকদলকে নিশানা করলেন। একইসঙ্গে রাজ্য সরকারের ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পকে খোঁচাও দিলেন। বললেন, “আমার পাড়া, তৃণমূল তাড়া।”

এদিন গঙ্গারামপুরে গঙ্গারামপুর স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর আগে বক্তব্য রাখেন সুকান্ত। ভারতীয় মুসলিমদের বার্তা দিয়ে তিনি বলেন, “ভারতীয় মুসলিমরা এখানে ছিলেন, আছেন এবং আগামিদিনেও থাকবেন।” সুকান্তর পর বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় মুসলিমদের বার্তা দিলেন শুভেন্দুও।

সুকান্তর বক্তব্যের রেশ টেনেই বিধানসভার বিরোধী দলনেতা বলেন, “ভারতীয় মুসলিমদের নিয়ে আমাদের কোনও সমস্যা নেই। আমি বক্তৃতা করতে উঠলেই আপনারা ভাবেন, এ বোধহয় আমাদের বিরুদ্ধে কিছু বলল। সবচেয়ে অস্বস্তিতে আমাদের সংখ্যালঘু মোর্চার লোকেরা থাকেন। আমি মুসলিম ভোট চাই না, একথা আমি বলি না। যেটা ধ্রুব সত্য বলি, আমরা মুসলিম ভোট পাই না। নরেন্দ্র মোদী ভারতীয় সব দিয়েছেন। জাত দেখেননি, ধর্ম দেখেননি, ভোটব্যাঙ্ক দেখেননি। কিন্তু, আমরা যখন আপনাদের পাড়াতে যাই, তখন বলেন, এ তো জয় শ্রীরামের পার্টি এসেছে। এ তো হিন্দুদের পার্টি এসেছে। তাই, একে ঢুকতে দেব না। ভোট দিতে দেব না। এটাই হল সমস্যা।”

এরপরই রাজ্যের শাসকদলকে নিশানা করে তিনি বলেন, “পশ্চিমবঙ্গে কাদের ব্যবহার করা হচ্ছে। কাদের সামনে রেখে আইনশৃ্ঙ্খলার অবনতি করা হচ্ছে। আমি মনে করি, এরা ভারতীয় মুসলিম নয়। এরা বাংলাদেশি মুসলমান ও রোহিঙ্গা। কাঁটাতারহীন সীমান্ত দিয়ে ঢুকছে।”

দক্ষিণ দিনাজপুরেও জনবিন্যাস বদলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তৃণমূল সরকারের হঠানোর ডাক দিয়ে বিধানসভার বিরোধী দলনেতা বলেন, “এই সরকারকে উপড়ে ফেলে দিতে হবে। না হলে পশ্চিমবঙ্গ থাকবে না।” রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্ষণের অভিযোগ নিয়ে শাসকদলকে তীব্র আক্রমণ করলেন। নিজেকে ‘ছোট গ্যারান্টার’ বলে উল্লেখ করে শুভেন্দু বলেন, “ছাব্বিশের বিজেপি সরকার গঠনের পর ডিসেম্বরে এখানে মেডিক্যাল কলেজের শিলান্যাস ও কাজ শুরু হয়ে যাবে।” দক্ষিণ দিনাজপুরের ৬টি বিধানসভা আসনেই বিজেপি প্রার্থীদের জেতানোর আহ্বান জানান তিনি। রাজ্য সরকারের ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিকে কটাক্ষ করে শুভেন্দু নতুন স্লোগান দেন, “আমার পাড়া, তৃণমূল তাড়া।”