Balurghat: ‘একটা ধর্ষণের ঘটনাও নিন্দাজনক’, নির্যাতিতার সঙ্গে দেখা করে বললেন মহিলা কমিশনের চেয়ারপার্সন
Balurghat: বৃহস্পতিবার রাতেই দক্ষিণ দিনাজপুর জেলায় আসেন রাজ্য মহিলা রাইট কমিশনেরর চেয়ারপার্সন নীলা গঙ্গোপাধ্যায়, ভাইস চেয়াপার্সন মহুয়া পাঁজা সহ মোট ৪ জনের প্রতিনিধি দল।
বালুরঘাট: একের পর এক নারী নির্যাতন। কখনও হাঁসখালি, কখনও রায়গঞ্জ, কখনও ময়নাগুড়ি! জেলায়-জেলায় প্রায় প্রতিদিনই নির্যাতনের এই খবর প্রকাশ্যে আসে। কিন্তু কেন? বার-বার কেন এমন লাঞ্ছনার শিকার হতে হচ্ছে মহিলাদের? শুক্রবার রাজ্য মহিলা নারী সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় বলেন, “মানুষ দিন দিন হিংসাত্মক হয়ে যাচ্ছে। কিছু মানুষের ক্ষেত্রে কোথাও একটা যেন বদল ঘটছে। এই ধরনের ঘটনা এখন বেশি প্রকাশ্যে আসছে। যার কারণে ধর্ষণের মত ঘটনা বাড়ছে।”
বৃহস্পতিবার রাতেই দক্ষিণ দিনাজপুর জেলায় আসেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়, ভাইস চেয়াপার্সন মহুয়া পাঁজা সহ মোট ৪ জনের প্রতিনিধি দল। বৃহস্পতিবার জেলায় তিনি এলেও শুক্রবার সকালে বালুরঘাট শহরে অবস্থিত মেয়েদের নিবেদিতা হোম ও বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগার পরিদর্শন করেন। এছাড়াও হোমের আবাসিকদের সঙ্গে কথা বলেন ৷ রাজ্যের বিভিন্ন জায়গায় দিন-দিন বাড়ছে ধর্ষণ সহ বিভিন্ন ধরনের নারী নির্যাতনের ঘটনা।
সম্প্রতি, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে মানসিক ভারসাম্যহীন এক কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে৷ এই ঘটনায় ওই কিশোরী বর্তমানে একটি হোমে রয়েছে ৷ সেখানে ওই নির্যাতিতার সঙ্গে কথা বলেন লীনা গঙ্গোপাধ্যায়। এরপর তিনি বলেন, “একটা ধর্ষণের ঘটনাও হওয়াও উচিত নয়। একজন নারী হিসেবে এটা আমার কাছে লজ্জার। এটা কখনোই কেউ মেনে নেবে না। এখন সকলকে সমবেত ভাবে এগিয়ে আসতে হবে।”
বস্তুত, রাজ্যে যেভাবে নারীদের উপর অত্যাচার হচ্ছে এইসব ক্ষেত্রে যারা নির্যাতিতা হচ্ছেন তাঁদের পাশে দাঁড়াতে বিভিন্ন জেলা পরিদর্শন করছেন রাজ্য মহিলা রাইট কমিশন ৷ মূলত নির্যাতিতাদের পাশে দাঁড়াতে ও তাঁরা যাতে সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারে তার জন্য মহিলা রাইট কমিশনের সদস্যরা কথা বলছেন। এছাড়াও অভিযুক্তরা যাতে শাস্তি পায় তা নিশ্চিত করা বা সেই বিষয়টিও তাঁরা খতিয়ে দেখছেন।
আরও পড়ুন: Student Suicide: ‘নরকেই হয়ত ভাল জায়গা পাব…’, কোন ব্যর্থতায় নিজেকে শেষ করে দিল ক্লাস এইটের ছাত্র?