Student Suicide: ‘নরকেই হয়ত ভাল জায়গা পাব…’, কোন ব্যর্থতায় নিজেকে শেষ করে দিল ক্লাস এইটের ছাত্র?

Murshidabad: পরিবার সূত্রে খবর, মৃতের নাম কাজি রহমান কবির। কাজি অষ্টম শ্রেণিতে পড়ত। তার বাড়ি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত বালিঘাটা এলাকায়।

Student Suicide: 'নরকেই হয়ত ভাল জায়গা পাব...', কোন ব্যর্থতায় নিজেকে শেষ করে দিল ক্লাস এইটের ছাত্র?
ছাত্রের আত্মহত্যা (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Apr 30, 2022 | 12:19 PM

মুর্শিদাবাদ: ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। নিত্যদিনের মতোই স্কুলের জন্য বেরিয়েছিল ক্লাস এইটের ছাত্র। তবে হঠাৎ বাড়ি ফেরার পথে মাঝ রাস্তাতেই নেমে যায়। এদিকে, অনেকটা সময় পেরিয়ে যেতেও বাড়ি না ফেরায় তন্ন-তন্ন করে খোঁজ করতে থাকেন পরিজনরা। বাড়ির ছেলে বাড়ি না ফেরায় মাথায় হাত পড়ে মা-বাবার। শেষমেশ থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর শুক্রবার উদ্ধার হল ছাত্রের দেহ।

ঠিক কী ঘটেছিল?

পরিবার সূত্রে খবর, মৃতের নাম কাজি রহমান কবির। কাজি অষ্টম শ্রেণিতে পড়ত। তার বাড়ি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত বালিঘাটা এলাকায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার স্কুল থেকে বাড়ি ফেরার সময় হঠাৎ স্কুলবাস থেকে মাঝপথে নেমে পড়ে সে। এরপর আর খোঁজ মেলেনি তার। পরে থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার।

অনেক খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার রাত্রি ন’টা নাগাদ রঘুনাথ গঞ্জের ভাগীরথী বাজারঘাটে তার মৃতদেহ উদ্ধার হয়। তবে খোঁজ মিলছিল না স্কুল পোশাক ও ব্যাগের। এরপর শুক্রবার সকালে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত ভাগীরথীর(গঙ্গা) পাশে সুভাষ দ্বীপ পার্ক থেকে তার স্কুল পোশাক ও ব্যাগ উদ্ধার হয়। মিলেছে একটি সুইসাইড নোটও। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিক অনুমান মানসিক অবসাদ থেকেই আত্মঘাতী হয়েছে সে।

আরও পড়ুন: Howarh Chaos: ‘বেরিয়ে আয় তোদের মারব’, বাড়ির সামনে প্রস্রাব, বাধা পেতেই লুঙ্গি থেকে বেরলো ছুরি-বন্দুক!

আরও পড়ুন: Balurghat: ঝুলছে বিয়ের প্যান্ডেল, জাতীয় সড়কে পড়ে গাছ, কালবৈশাখীতে তছনছ বালুরঘাট