Balurghat: ঝুলছে বিয়ের প্যান্ডেল, জাতীয় সড়কে পড়ে গাছ, কালবৈশাখীতে তছনছ বালুরঘাট
South Dinajpur: এদিকে, শুক্রবার রাত থেকেই পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, পৌরসভার কর্মী আধিকারিকরা রাস্তায় বেরিয়ে সাধারণ মানুষের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছিলেন।
বালুরঘাট: দহন জ্বালা জুড়িয়ে শেষমেশ কালবৈশাখীর মুখ দেখেছে বাংলা। কিছুটা হলেও মুক্তি মেলেছে তীব্র গরম থেকে। তবে গতকালের ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের একাংশ। যদিও, শনিবার সকালের চিত্র অনেকটাই পরিষ্কার। তবে শহরের একাধিক জায়গায় রাস্তার উপর এখনও পড়ে রয়েছে আস্ত গাছ। সারা রাস্তায় ঢেকে গিয়েছে গাছের ডাল। গ্রামাঞ্চলের দিকে উড়ে গিয়েছে বাড়ির ছাদ। এমনকী বিয়ের প্যান্ডেল গাছের ডালে ঝুলছে সেই চিত্রও ফুটে উঠেছে।
এদিকে, শুক্রবার রাত থেকেই পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, পৌরসভার কর্মী আধিকারিকরা রাস্তায় বেরিয়ে সাধারণ মানুষের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছিলেন। শনিবার সকাল থেকে জেলা পুলিশ সুপার রাহুল দে সহ অন্য পুলিশ আধিকারিকরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন। রাত্রিবেলা কালবৈশাখী হওয়ায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। তবে দিনের বেলায় ঘটলে হতাহতের সংখ্যা অনেকটাই বাড়ত বলে অনুমান স্থানীয়দের।
বস্তুত, শুক্রবার বালুরঘাটের হাসপাতাল মোড় এলাকায় কালবৈশাখীর দাপটে বড় একটি বটগাছ উপড়ে পড়ে ৫১২ জাতীয় সড়কের ওপরে। যার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা। এছাড়াও বালুরঘাট সহ আশপাশের বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। ফলে বিদ্যুৎহীন হয়ে যায় গোটা এলাকা। এদিকে ঝোড়ো হাওয়ায় প্রচুর বাড়ি ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। একাধিক বাড়ির চাল উড়ে গিয়েছে। ভেঙে পড়েছে বিয়ের প্যান্ডেল থেকে শুরু করে গাছপালা। ক্ষতি হয়ে কৃষি ক্ষেত্রেও।
গাছ ভেঙে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে যান বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী সহ অন্যরা। ঝড় থামতেই দেরি না করে শুরু হয় গাছ কাটার কাজ।
অন্যদিকে, বালুরঘাট পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিজেপি যুব মোর্চার রাজ্য সম্পাদক অভিষেক সেনগুপ্ত। এলাকার মানুষের পাশে দাঁড়ান তিনি।
শুধুমাত্র বালুরঘাট নয়, দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের হরসূরা গ্রাম পঞ্চায়েতের মহাদেবপুর এলাকাতে একাধিক বাড়ির চাল উড়ে গেছে। তবে এখনই জেলায় কত ক্ষয়ক্ষতি হয়েছে তা পরিষ্কার নয়। বালুরঘাটের মাঝিয়ান আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ব্যাপক ঝোড়ো হাওয়ায় জেলার বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষিজমিরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।