Newborn Baby Deadbody Recover: শিয়ালে খেয়েছে কিছুটা, বেরিয়ে এসেছে নাড়িভুড়ি, ক্ষেতে ভাসছে ছোট্ট শরীর
Newborn Baby Deadbody Recover: জানা গিয়েছে, রবিবার সকালে মাঠে কাজ করতে যাচ্ছিলেন কয়েকজন কৃষক। ধানের জমিতে শিশুর ক্ষতবিক্ষত দেহ নজরে আসে তাঁদের। জানা গিয়েছে, শিশুর শরীরের বেশির ভাগ অংশই শিয়ালে খুবলে খেয়ে গিয়েছে।
হিলি: ধানক্ষেত থেকে উদ্ধার হল সদ্যোজাতর দেহ। রবিবার সকালে মাঠে কাজ করতে গিয়ে কৃষকরা দেখেন পড়ে রয়েছে নাবালকের দেহ। যা দেখে জোর গুঞ্জন তৈরি হয়। প্রত্যক্ষদর্শীদের কথায়, শিশুটিকে কার্যত খুবলে খেয়ে গিয়েছে শিয়াল। ঘটনাস্থল দক্ষিণ দিনাজপুরের হিলি থানার ত্রিমোহিনী হাসপাতাল পাড়া এলাকার।
জানা গিয়েছে, রবিবার সকালে মাঠে কাজ করতে যাচ্ছিলেন কয়েকজন কৃষক। ধানের জমিতে শিশুর ক্ষতবিক্ষত দেহ নজরে আসে তাঁদের। জানা গিয়েছে, শিশুর শরীরের বেশির ভাগ অংশই শিয়ালে খুবলে খেয়ে গিয়েছে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় হিলি থানার পুলিশ। ঘটনাস্থল খতিয়ে দেখে শিশুর মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ আধিকারিকরা ৷
সদ্যোজাত শিশুটি মৃত অবস্থায় কেউ ধানক্ষেতে ফেলে গিয়েছে বলেই প্রাথমিক অনুমান পুলিশের। তবে কোথা থেকে শিশুটি ধানক্ষেতে এল তা নিয়ে ধন্দে স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হিলি থানার পুলিশ। সুজন ঘোষ নামে স্থানীয় বাসিন্দা বলেন, “আজ সকাল সাড়ে সাতটা নাগাদ একজন ফোন করে বলল মাঠে আসতে। এখানে এসে দেখছি একটা বাচ্চাকে খুবলে খেয়ে নিয়েছে শিয়াল। খুব খারাপ লাগছে। আইসিকে ফোন করেছি। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত।”