Buniadpur: বুলডোজার চলবে… দখল হলেই উচ্ছেদ করে ছাড়ার হুঁশিয়ারি
Buniadpur: রাজ্য সড়কের দু'ধারে সমস্ত দোকানপাট তুলে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল ২৫ জুলাই পর্যন্ত। মাঝে আরও একটা দিন সময় দেয় প্রশাসন। তবে তাতেও কাজ না হওয়ায় শনিবার দুপুর থেকে বুনিয়াদপুর পুরসভার তরফে উচ্ছেদ অভিযান শুরু হয়।
দক্ষিণ দিনাজপুর: বেআইনি নির্মাণ কিংবা সরকারি জায়গা দখল উচ্ছেদে এখন রাজ্যের বিভিন্ন জায়গায় বুলডোজার চলছে। এবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর। সরকারি জায়গা ও ফুটপাথ দখলমুক্ত করতে জেলা প্রশাসনের তরফে আগেই মাইকিং করা হয়েছিল বুনিয়াদপুর শহরজুড়ে। শনিবার দুপুরে ময়দানে নামে প্রশাসন।
রাজ্য সড়কের দু’ধারে সমস্ত দোকানপাট তুলে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল ২৫ জুলাই পর্যন্ত। মাঝে আরও একটা দিন সময় দেয় প্রশাসন। তবে তাতেও কাজ না হওয়ায় শনিবার দুপুর থেকে বুনিয়াদপুর পুরসভার তরফে উচ্ছেদ অভিযান শুরু হয়।
বংশীহারী থানার পক্ষ থেকে বাস স্ট্যান্ড এলাকায় প্রচুর পুলিশ নামানো হয়। পরে পুরসভা কর্তৃপক্ষ এবং ব্যবসায়ী সমিতির সভাপতি রঞ্জিত মণ্ডলকে সঙ্গে নিয়ে রাস্তার দু’ ধারে থাকা বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পুরসভা। পুরসভার পক্ষ থেকে অনুরোধ করা হয় দোকানপাট তুলে নেওয়ার জন্য। পাল্টা ব্যবসায়ীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করছেন তাঁরা। তুলে দিলে সমস্যায় পড়ে যাবেন।
কাকুতি মিনতিতে সাড়া দিয়ে পুরসভার চেয়ারপার্সন কমল সরকার মাস তিনেক আরও সময় দেন। তবে বুনিয়াদপুর পুরসভার পীরতলা এলাকায় একটি দোকান রাজ্য সড়কের উপরে থাকার জন্য বুনিয়াদপুর পুরসভার পক্ষ থেকে সেই দোকান ভেঙে ফেলা হয়। আগামীতে এই অভিযান চলবে বলেই জানান বুনিয়াদপুর পুরসভার চেয়ারপার্সন।