SIR in Bengal: মোল্লা না মণ্ডল, এই বিভ্রান্তিতেই গেল প্রাণ! গলায় ফাঁস বৃদ্ধের

SIR in Bengal: পদবি ভুল নিয়ে অনেকেই তাঁকে নানারকমের কথা বলত। এই সমস্যার কীভাবে সমাধান হবে, তা জানতেই স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ছুটতেন তিনি। জনপ্রতিনিধি থেকে নেতারা তাঁকে আশ্বস্ত করেছিলেন, যে কিছু হবে না। আশ্বস্ত করার পরও তিনি আতঙ্ক থেকে বেরোতে পারেননি।

SIR in Bengal: মোল্লা না মণ্ডল, এই বিভ্রান্তিতেই গেল প্রাণ! গলায় ফাঁস বৃদ্ধের
আত্মঘাতী বৃদ্ধImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 11, 2025 | 10:10 AM

কুমারগঞ্জ: এসআইআর আতঙ্কে এবার দক্ষিণ দিনাজপুরে আত্মহত্যা! মঙ্গলবার সকালে সেই খবর সামনে আসতেই ঘটনাস্থলে ছুটে যান এলাকার তৃণমূল নেতৃত্ব। পরিবারের দাবি, এসআইআর আতঙ্কে বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই বৃদ্ধ। মৃতের নাম ওছমান মন্ডল(৬৫)। এই মৃত্যুর দায় বিজেপিকে নিতে হবে বলে দাবি করেছে তৃণমূল।

পরিবারের তরফে জানানো হয়েছে, ভোটার লিস্টে মৃতের নাম রয়েছে ওছমান মোল্লা। অর্থাৎ পদবী মোল্লা। অথচ মৃতের ভোটার কার্ড ও আধার কার্ডে পদবী ‘মন্ডল’ রয়েছে। এসআইআর প্রক্রিয়া চালু হওয়ার পর থেকেই এই নিয়ে আতঙ্কে ছিলেন তিনি। বেশ কিছু দিন ধরে তিনি মানসিকভাবে অস্থির ছিলেন বলে দাবি পরিবারের।

পদবি ভুল নিয়ে অনেকেই তাঁকে নানারকমের কথা বলত। এই সমস্যার কীভাবে সমাধান হবে, তা জানতেই স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ছুটতেন তিনি। জনপ্রতিনিধি থেকে নেতারা তাঁকে আশ্বস্ত করেছিলেন, যে কিছু হবে না। আশ্বস্ত করার পরও তিনি আতঙ্ক থেকে বেরোতে পারেননি। সেই কারণেই সোমবার মধ্যরাতে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মঘাতী হন বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওছমান মন্ডলের বাড়ি দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের আগাছা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কুমারগঞ্জ থানার পুলিশ। পরে পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়।

খবর পেয়ে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আনিসুর রহমান সরকার ঘটনাস্থলে যান। তিনি পাশে থাকার বার্তা দিয়ে আশ্বস্ত করে বলেন, এভাবে আতঙ্কিত হবেন না। বিজেপির দিকে আঙুল তুলেছেন তিনি। যদিও বিজেপি সেই অভিযোগ অস্বীকার করেছে। জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, “বেশির ভাগ ক্ষেত্রেই মৃত্যুর কারণ আলাদা হচ্ছে অথচ সব সার আতঙ্কে মৃত্যু বলে চালাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস।” সোমবারই হুগলির এক মহিলার মৃত্যু হয়েছে এই একই আতঙ্কে। মেয়েকে বিষ খাইয়ে নিজে আত্মঘাতী হন ওই মহিলা।