Balurghat: রাতভর ঢুকত মহিলারা! আসর বসত রোজ, শেষ পর্যন্ত সব হাতেনাতে ধরল পুলিশ

Balurghat: দিনের আলোয় লজে অপ্রীতিকর ঘটনার বিষয় গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ। অভিযানে লজের ম্যানেজার সহ দুজনকে আটক করেছে পুলিশ। লজের ম্যানেজারের বিরুদ্ধেই মধুচক্র চালানোর অভিযোগ উঠেছে। এই চক্রে লজের মালিক বা আর কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।

Balurghat: রাতভর ঢুকত মহিলারা! আসর বসত রোজ, শেষ পর্যন্ত সব হাতেনাতে ধরল পুলিশ

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 23, 2025 | 2:47 PM

বালুরঘাট: লজের আড়ালে দীর্ঘদিন ধরেই চলছিল মধুচক্রের আসর। বারবার অভিযোগ জানাচ্ছিলেন এলাকাবাসীরা। দিন-রাত বহিরাগত লোকজনের যাতায়াত বাড়ছিল, যা নিয়ে আপত্তি জানিয়েছিলেন অনেকেই। কোনও লাভ হয়নি। শেষ পর্যন্ত পুলিশের তৎপরতায় বন্ধ করা হল লজ।

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের ১১ নম্বর ওয়ার্ডে রয়েছে ওই বেসরকারি লজ। সেখানেই হানা দেয় বালুরঘাট থানার পুলিশ। অভিযানে এক যুগলকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। রাস্তার ধারে ওই লজে মধুচক্রের আসর চালানোর অভিযোগে লজের ম্যানেজার সহ মোট দু’জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বালুরঘাট শহরের ফ্রেন্ডস ইউনিয়ন মাঠ সংলগ্ন এলাকায়। এদিকে পুলিশ দুজনকে ধরে নিয়ে যাওয়ার পরই উত্তেজিত জনতা ওই লজে ভাঙচুর চালায়। ভেঙে দেওয়া হয় লজের রিসেপশন ঘরের কাঁচ। ভাঙচুরের পর শাটার নামিয়ে লজে তালা মেরে দেন ক্ষুব্ধ এলাকাবাসীরা। এদিকে পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই লজের আড়ালে মধুচক্রের আসর চালানো হচ্ছিল। এলাকার এক বাসিন্দা বলেন, “লজের উল্টোদিকের বাড়িটাই আমার। সারারাত মহিলাদের নিয়ে গিয়ে ব্যবসা চালানো হয়। অনেকবার বলেছি, কোনও লাভ হয়নি।” স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে একাধিকবার সরব হয়েছিলেন। কিন্তু কোনও লাভ হয়নি।

এদিন দিনের আলোয় লজে অপ্রীতিকর ঘটনার বিষয় গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ। অভিযানে লজের ম্যানেজার সহ দুজনকে আটক করেছে পুলিশ। লজের ম্যানেজারের বিরুদ্ধেই মধুচক্র চালানোর অভিযোগ উঠেছে। এই চক্রে লজের মালিক বা আর কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।