Mandermoni: মন্দারমনি যাওয়ার পথেই পকেট এরিয়া, মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার ৩ মহিলা-২ পুুরুষ
Mandermoni Latest News: রবিবার তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করে কাঁথি আদালতে পেশ করা হয়। দীর্ঘদিন ধরে চাউলখোলা এলাকা সহ পাশাপাশি উত্তর শীতলা গ্রামের কিছু বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগ উঠেছিল। এদিন সেই সব এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে কাঁথি আদালতে পাঠায় পুলিশ।

পূর্ব মেদিনীপুর: মন্দারমনি যাওয়ার রাস্তায় মধুচক্র চালানোর অভিযোগ। আটক একাধিক তরুণী। ধৃত তিন মহিলা ও দুই পুরুষ। রামনগর থানার অন্তর্গত চাউল খোলা এলাকার ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকালে থেকে অভিযান চালিয়ে রামনগর থানার পুলিশ ২২জন মহিলাকে আটক করেছে। আর এলকায় মধু চক্র চালানোর অভিযোগে ৩ মহিলা ও দুই জন পুরুষকেও আটক করে পুলিশ।
রবিবার তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করে কাঁথি আদালতে পেশ করা হয়। দীর্ঘদিন ধরে চাউলখোলা এলাকা সহ পাশাপাশি উত্তর শীতলা গ্রামের কিছু বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগ উঠেছিল। এদিন সেই সব এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে কাঁথি আদালতে পাঠায় পুলিশ।
রামনগর থানার ওসি বুদ্ধদেব মাল বলেন, “আমরা বেশ কিছুদিন ধরে এই ধরণের অবৈধ কাজের অভিযোগ পাচ্ছিলাম তাই এই অভিযান। আগামীদিনেও এই ধরণের অভিযান চলবে বলেই জানান তিনি।”
অভিযোগ, উৎসবের মরসুম এলেই এলাকার কিছু অসাধু হোটেল ব্যবসায়ী বাইরে থেকে যুবতীদের নিয়ে এসে দেহ ব্যবসা শুরু করে দিচ্ছে। মোটা টাকার বিনিময়ে বেড়াতে আসা পর্যটকদের টোপও দেওয়া হচ্ছে। তাঁদের রুখতে বিগত কয়েক মাসে সক্রিয়তা বাড়িয়েছে পুলিশ। দিঘা যাওয়ার পথে মন্দারমনি, তাজপুর, রামনগর ছাড়াও আরও বেশ কয়েকটি এলাকায় এরকম মধুচক্র চালানো হয় বলে অভিযোগ। অনেক ক্ষেত্রে পুলিশ তদন্তে জানতে পেরেছে, বিকালের বাসে রাতে পৌঁছে এক রাত কাটিয়ে ফের ফিরে যান, এরকম বহু কলকাতার চাকরিরত তরুণীও আসেই এই কাজে। এলাকাতেই বেশ কয়েকজন দালাল রয়েছেন, যাঁরা অসাধু হোটেল ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশ করে রাখেন। দালালরাই লিঙ্কম্যান হিসাবে কাজ করেন। উৎসবের মরশুমে এই ধরনের কাজ আটকাতে তৎপর পুলিশ।
