AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Poonam Pandey’s Friend: পুনম পাণ্ডের ঘনিষ্ঠ ‘বন্ধু’ থাকেন বালুরঘাটে!

পুনমের মৃত্যুর খবর ঘিরে বেজায় সমস্যায় পড়েছেন পশ্চিমবঙ্গের এক অখ্যাত গ্রামের যুবক। শুক্রবার রাত থেকেই তাঁর কাছে আসছে একের পর এক ফোন। তাঁকে ফোন করে পুনমের খবর জানতে চাইছেন সকলে। রটে গিয়েছে ওই যুবক নাকি পুনমের ঘনিষ্ঠ বন্ধু। এতেই সমস্যা বেড়েছে তাঁর।

Poonam Pandey's Friend: পুনম পাণ্ডের ঘনিষ্ঠ ‘বন্ধু’ থাকেন বালুরঘাটে!
বাংলার গ্রামের পুনের বন্ধু
| Edited By: | Updated on: Feb 04, 2024 | 6:03 PM
Share

বালুরঘাট: বলিউডের বিখ্যাত মডেল পুনম পাণ্ডের মৃত্যুর খবর গিয়ে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। গতকাল পুনমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও শনিবার জানা যায় তিনি মারা যাননি। কিন্তু পুনমের মৃত্যুর খবর ঘিরে বেজায় সমস্যায় পড়েছেন পশ্চিমবঙ্গের এক অখ্যাত গ্রামের যুবক। শুক্রবার রাত থেকেই তাঁর কাছে আসছে একের পর এক ফোন। তাঁকে ফোন করে পুনমের খবর জানতে চাইছেন সকলে। রটে গিয়েছে ওই যুবক নাকি পুনমের ঘনিষ্ঠ বন্ধু। এতেই সমস্যা বেড়েছে তাঁর। তাঁর সঙ্গে কবে পুনমের বন্ধুত্ব হয়েছিল, তা নিজেই ভেবে পাচ্ছে না ওই যুবক।

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের গোপালপুরে থাকেন ধনঞ্জয় বর্মণ নামের এক যুবক। কলেজে পড়াশোনার করেন তিনি। পরিবারে আর্থিক অনটন থানায় পড়াশোনার পাশাপাশি বালুরঘাটের একটি শপিংমলে কাজও করেন তিনি। তাঁরই নাম জড়িয়েছে পুনম পান্ডের সঙ্গে। গতকাল রাত থেকে গোপালপুরে ধনঞ্জয় বর্মনের কাছে একাধিক ফোন আসতে শুরু করেছে। যা নিয়ে একপ্রকার অতিষ্ঠ ওই যুবক। এমন পরিস্থিতি ওই যুবক কি করবেন তার কূল কিনারা পাচ্ছেন না। পুলিশ প্রশাসনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছে ওই যুবক। দুপুরে ১২টায় কাজে যান। বাড়ি ফেরেন রাত ১১ টায়। ফেসবুকেও অ্যাকাউন্ট নেই তাঁর। কিন্তু পুনমের কী খবর সে কথা জানতেই তাঁর কাছে আসছে একের পর এক ফোন।

অচেনা, অজানা নম্বর থেকে আসা ফোন ধনঞ্জয়কে জিজ্ঞাসা করা হচ্ছে, পুনমকে তিনি কবে থেকে চেনেন? পুনমের সঙ্গে কেমন সম্পর্ক তাঁর? এই প্রশ্ন শুনে রীতিমতো হতবাক ধনঞ্জয়। ফোনের অত্যাচার থেকে বাঁচতে পুলিশের দ্বারস্থ হওয়ার কথাও চিন্তা করছেন তিনি। পুনমের বন্ধু বলে রটে গেলেও জীবনে পুনম পাণ্ডের নামই শোনেননি ওই যুবক। এ বিষয়ে ধনঞ্জয় বলেছেন, “পুনম পাণ্ডেকে তো আমি চিনি না। এই প্রথম আমি নাম শুনলাম। আমি ফেসবুকও ব্যবহার করি না। কাল থেকেই ১৫-২০টা নম্বর থেকে ফোন এসেছে। জিজ্ঞাসা করছে পুনম পাণ্ডে, নিকিশা শর্মার ব্যাপারে। ভেবেছি থানায় গিয়ে ডায়েরি করব। বার বার ফোন আসছে। অতিষ্ঠ হয়ে যাচ্ছি।”