Hili: মেয়ের বাড়িতে সন্ধ্যাবাতি দিতে গিয়েছিলেন শ্বশুর, তখনই ওই কাজটা করলেন জামাই
South Dinajpur: এই ঘটনায় গতকাল রাতেই হিলি থানায় অভিযুক্ত জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। অভিযোগ দায়ের হতেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ওই ঘটনার পর থেকে অভিযুক্ত জামাই পলাতক। অভিযুক্ত জামাইয়ের নাম নেপাল মহন্ত (৩২)।

হিলি: মেয়ের বাড়িতে সন্ধ্যাবাতি দিতে গিয়ে জামাইয়ের হাতে খুন হলেন শ্বশুর। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে হিলি থানার বৈকুন্ঠপুর গ্রামে। বুধবার দুপুরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হিলি থানার পুলিশ। এনিয়ে হিলি থানার দ্বারস্থ হয়েছেন মৃত বৃদ্ধের পরিবার। অভিযোগ পেতেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পাশাপাশি অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে।
জানা গিয়েছে, হিলি থানার বৈকুণ্ঠপুর গ্রামের বাসিন্দা নরেশ সরকার (৭৫)। মঙ্গলবার সন্ধ্যায় মেয়ের বাড়িতে সন্ধ্যা দিতে গিয়েছিল ওই বৃদ্ধ। অভিযোগ, তখনই অতর্কিতে বাঁশ দিয়ে বৃদ্ধের মাথায় সজোরে আঘাত করে জামাই। ঘটনায় মাটিতে লুটিয়ে পরেন নরেশ সরকার। ওই বৃদ্ধের চিৎকার শুনের স্থানীয়রা এসে উদ্ধার করে হিলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পরে হিলি গ্রামীণ হাসপাতালের চিকিৎসকেরা জখম বৃদ্ধকে বালুরঘাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করে। বালুরঘাট হাসপাতালে পৌঁছালে ওই বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।
এই ঘটনায় গতকাল রাতেই হিলি থানায় অভিযুক্ত জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। অভিযোগ দায়ের হতেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ওই ঘটনার পর থেকে অভিযুক্ত জামাই পলাতক। অভিযুক্ত জামাইয়ের নাম নেপাল মহন্ত (৩২)। বাড়ি হিলি থানার ১ নম্বর হিলি গ্রাম পঞ্চায়েতের উজাল গ্রামে। বছরখানেক আগে নরেশ সরকারের মেয়ে শেফালি রায়ের দ্বিতীয় বিয়ে হয়েছিল নেপালের সঙ্গে। তারপর থেকে নেপাল স্ত্রী পক্ষের বৈকুন্ঠপুরের বাড়িতে থাকত। যদিও নেপালের স্ত্রী বাইরে কাজ করেন।
