Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Balurghat: মনে হচ্ছে ঘাসে শুয়ে রয়েছে কেউ, সামনে যেতেই চিৎকার করে প্রাণপণে ছুট পাড়ার মহিলাদের…

Balurghat: এরইমধ্যে রবিবার সকালে হঠাৎ ওসাইল গ্রামে ঢোকার মুখে ইলেকট্রিক ট্রান্সফর্মারের নীচে ঘাসের মধ্যে দেহটি পড়ে থাকতে দেখা যায়।

Balurghat: মনে হচ্ছে ঘাসে শুয়ে রয়েছে কেউ, সামনে যেতেই চিৎকার করে প্রাণপণে ছুট পাড়ার মহিলাদের...
এই জায়গা থেকেই উদ্ধার হয় দেহটি। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 13, 2022 | 8:34 PM

দক্ষিণ দিনাজপুর: মাঠের মধ্যে পড়ে রয়েছে সম্পূর্ণ ঝলসে যাওয়া দেহ। বীভৎস সেই দৃশ্য! সোজা করে শোয়ানো কোনও যুবকের দেহ। রবিবার এমনই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে বালুরঘাটে। এদিকে আশেপাশে আগুন জ্বালানোর কোনও প্রমাণই নেই। এলাকাবাসীর দাবি, বাইরে থেকে দেহ খুন করে এনে গ্রামের ভিতর ফেলে দেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বোয়ালদাড় গ্রাম পঞ্চায়েতের ওসাইল এলাকা থেকে উদ্ধার হয়েছে দগ্ধ দেহটি। এদিকে মুখটি একেবারেই পুড়ে গিয়েছে। ফলে দেখে চেনার কোনও উপায়ই নেই। বালুরঘাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

রবিবার সকালে গ্রামেরই একটি মাঠে দেহটি পড়ে থাকতে দেখে এলাকার লোকজন। স্থানীয়রা তা দেখে শিউরে ওঠেন। এমন বীভৎস ঘটনা কে বা কারা ঘটাল তা নিয়ে প্রশ্ন উঠছে। বালুরঘাট থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। এলাকার লোকজন জানান, শনিবার ওসাইলের পাশের গ্রাম উত্তর শিবরামপুরে একটি বাড়িতে বৌভাতের অনুষ্ঠান ছিল। সেখানে অনেকেই এসেছিলেন।

এরইমধ্যে রবিবার সকালে হঠাৎ ওসাইল গ্রামে ঢোকার মুখে ইলেকট্রিক ট্রান্সফর্মারের নীচে ঘাসের মধ্যে দেহটি পড়ে থাকতে দেখা যায়। গ্রামের মহিলারা প্রথমে দেহটি পড়ে থাকতে দেখেন। ভয়ে চিৎকার শুরু করে তাঁরা। গ্রামের অন্যদের ডেকে পুরো বিষয়টি জানান। আগুনে পোড়ার বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এদিন দুপুরে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। পরে দেহটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে এলাকার বাসিন্দা পিন্টু দাস বলেন, “মৃতের নাম পরিচয় জানা দরকার। পাশাপাশি কীভাবে এই মৃত্যু হল তার সত্য উদঘাটন হওয়া দরকার। কেউ যদি খুন করে এখানে ফেলে যায় তাহলে তাও সামনে আসা দরকার।” তিনি জানান, এর আগে কখনও এলাকায় এ ধরনের ঘটনা ঘটেনি। ফলে ভয় পেয়ে গিয়েছেন স্থানীরাও। এ বিষয়ে ডিএসপি হেড কোয়ার্টার সোমনাথ ঝাঁ জানিয়েছেন, “এলাকায় বিদ্যুতের কোনও সামগ্রী সরাতে গিয়ে ইলেকট্রিক শক লেগে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব না। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।”

আরও পড়ুন: Maldah: বাবার ‘কীর্তি’ দেখে ফেলেছিল মেয়ে, তারপরই শিউরে ওঠার মতো ঘটনা…