Maldah: বাবার ‘কীর্তি’ দেখে ফেলেছিল মেয়ে, তারপরই শিউরে ওঠার মতো ঘটনা…
Maldah: এদিকে সন্ধ্যায়ই মালদহের শ্রীপুর স্টেশনের ৫০০ মিটার দূরে সিরাজুলের দেহ উদ্ধার হয়।
মালদহ: স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছিল যুবকের বিরুদ্ধে। অভিযোগ, মেয়ের সামনে স্ত্রীকে খুন করেছিলেন তিনি। একদিনও কাটেনি। তার আগেই ওই যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ। শনিবার সন্ধ্যায় মালদহের শ্রীপুর রেলস্টেশনে ৫০০ মিটার দূরে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশকে খবর দেওয়া হয়। রেলপুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের দাবি, স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন এই যুবক। তদন্ত শুরু করেছে পুলিশ।
শনিবার সকালেই মালদহের সামসি নতুন কাণ্ডারবন এলাকায় শুকতারা বিবি নামে এক মহিলাকে খুনের অভিযোগ ওঠে। অভিযোগের আঙুল ছিল স্বামী সিরাজুল হকের বিরুদ্ধে। অভিযোগ ওঠে, মেয়ের সামনেই স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছেন ওই সিরাজুল। এরপর থেকেই বাড়িছাড়া ছিলেন তিনি।
এদিকে সন্ধ্যায়ই মালদহের শ্রীপুর স্টেশনের ৫০০ মিটার দূরে সিরাজুলের দেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান, চলন্ত ট্রেনের সামনে রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ওই যুবক। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুকতারা বিবি এবং তাঁর স্বামী সিরাজুলের মধ্যে অশান্তি লেগেই থাকত। স্ত্রীর উপর নির্যাতনের অভিযোগে বার বার সালিশি সভাও হত এলাকায়। এরইমধ্যে এই ঘটনা। সামসি পুলিশ তদন্ত শুরু করেছে।
হাসপাতালের দেহ শনাক্ত করতে এসেছিলেন সিরাজুলের আত্মীয়রা। এক প্রতিবেশি জাকির হোসেন বলেন, “আমরা ওকে শনাক্ত করতে পেরেছি। ওর স্ত্রী শুকতারাকে সকালে খুন করেছিল। সে আবার বিকেলেই দুর্ঘটনায় মারা গিয়েছে। আমার সঙ্গে ওর ভাই, দাদাও এসেছে। ওদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই গোলমাল হত শুনেছি। কিন্তু এমন ঘটনা ঘটতে পারে ভাবতেও পারিনি। সন্তানটার কথা কেউ ভাবল না।”
আরও পড়ুন: By Election2022: ‘বিহারীবাবু’ প্রার্থী, ব্যুমেরাং তৃণমূলের ‘বহিরাগত’ বাণ
আরও পড়ুন: By Election2022: ‘সায়নীর কথা শোনা গিয়েছিল, সেখানে শত্রুঘ্ন?’, টুইটে তোপ অমিত মালব্যর