By Election2022: ‘সায়নীর কথা শোনা গিয়েছিল, সেখানে শত্রুঘ্ন?’, টুইটে তোপ অমিত মালব্যর

TMC Candidate: ইতিমধ্যেই এই প্রার্থীর মনোনয়ন নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। বিজেপি যেমন কটাক্ষ করতে ছাড়েনি, সিপিএমও তোপ দেগেছে।

By Election2022: 'সায়নীর কথা শোনা গিয়েছিল, সেখানে শত্রুঘ্ন?', টুইটে তোপ অমিত মালব্যর
উপনির্বাচনে প্রার্থী তালিকায় চমক তৃণমূলের। ফাইল ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 13, 2022 | 6:47 PM

কলকাতা: আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ১২ এপ্রিল। শনিবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। রবিবারই দুই কেন্দ্রে তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা করলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোলে তৃণমূলের মুখ বলিউডের তারকা শত্রুঘ্ন সিনহা। বালিগঞ্জে বাবুল সুপ্রিয়। দু’জনই এক সময় বিজেপি করেছেন। পরে তৃণমূলে আসেন। ইতিমধ্যেই এই প্রার্থীর মনোনয়ন নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। বিজেপি যেমন কটাক্ষ করতে ছাড়েনি, সিপিএমও তোপ দেগেছে। সকলেরই মত, অন্য দল ছেড়ে আসার উপহার পেলেন তাঁরা।

বিজেপির আইটিসেলের দায়িত্বপ্রাপ্ত অমিত মালব্য টুইট করেছেন, ‘অনেকেই ভেবেছিলেন তৃণমূলের যুব প্রেসিডেন্ট সায়নী ঘোষকে আসানসোলে প্রার্থী করা হবে। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। তাই তাঁকে বাদ দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাইপোকে ছোট করার জন্যই এই কেন্দ্র থেকে সায়নীকে বাদ দিয়েছেন। আর সেখানে শুধুমাত্র আসানসোল নয়, বাংলার জন্যও একজন সম্পূর্ণ বহিরাগতকে প্রার্থী করেছেন।’

বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, “তৃণমূল কংগ্রেস লোক দেখিয়ে, ভয় দেখিয়ে, মিথ্যা মামলা দিয়ে দলে লোক আনে। এখন বিষয়টা পরিষ্কার হল কী লোভ দেখিয়ে কাকে কীভাবে দলে সামিল করেছে। অতএব যারা আমাদের পার্টির সঙ্গে যুক্ত নয়, যারা তৃণমূলে আছে তাদের তৃণমূল কংগ্রেস কোথায় প্রার্থী করবে বা কোথায় কাজে লাগাবে সেটা তৃণমূলের ব্যাপার। তা নিয়ে আমাদের ভাবার কোনও ব্যাপার নেই।”

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “কাকে তৃণমূল প্রার্থী করল সেটা তৃণমূলের ব্যাপার। ফেলেইরো রাজ্যসভার সদস্য। যিনি পশ্চিমবাংলার ক’টা জেলা সেটাই জানেন না। সুপ্রিমোর ইচ্ছা, তাই হয়েছেন। তেমনই আসানসোলের বাবুল বালিগঞ্জে আর বিহারের শত্রুঘ্ন আসানসোলে। বোঝাই যাচ্ছে, আসলে রাজ্য ও রাজ্যের মানুষ নিয়ে তৃণমূলের আগ্রহ কম। ক্ষমতার মধ্যে থাকাটাই ওদের একমাত্র লক্ষ্য।”

যদিও বিরোধীদের কোনও কথাই আমল দিতে রাজী নয় শাসকদল। ফিরহাদ হাকিম বলেন,  “আমরা খুবই আনন্দিত প্রার্থী নিয়ে। আমরা সকলে মিলে পশ্চিমবঙ্গে যে ধারা তৈরি করেছি, যেখানেই ঘাসফুল প্রার্থী দাঁড়াচ্ছেন বিপুল ভোটে জিতছেন এবারও তাই হবে। আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা ঝাঁপিয়ে পড়ব।” অন্যদিকে সায়নী ঘোষও অমিত মালব্যর বক্তব্যের জবাব দিয়েছেন নিজের ভঙ্গিতেই! ডাকাবুকো সায়নীর টুইট, ‘ডিয়ার মিস্টার মালব্য, খামোশ!’।

আরও পড়ুন: Shatrughan Sinha: বাবুলের কেন্দ্র দখলে নয়া ‘তুরুপের তাস’ তৃণমূলের, আসানসোলে প্রার্থী এবার ‘বিহারী বাবু’

আরও পড়ুন: Ballygung By-Election: জল্পনাই সত্যি হল, বালিগঞ্জ উপনির্বাচনে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়