By Election2022: ‘বিহারীবাবু’ প্রার্থী, ব্যুমেরাং তৃণমূলের ‘বহিরাগত’ বাণ
BJP: বিজেপির সর্বভারতীয় নেতা থেকে রাজ্য স্তরের নেতারা শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করা নিয়ে তৃণমূলকে খোঁচা দিতে শুরু করেছে।
কলকাতা: আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। রবিবারই টুইট করে নাম ঘোষণা করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই নাম ঘোষণার পরই বিজেপি বহিরাগততত্ত্বে শান দিতে শুরু করে দিয়েছে। সোশাল মিডিয়ায় উপচে পড়ছে ‘প্রতিবাদ’। অগ্নিমিত্রা পাল থেকে লকেট চট্টোপাধ্যায়, রীতেশ তিওয়ারি থেকে বিএল সন্তোষ সকলেরই এক সুর। একুশের নির্বাচনে এই তৃণমূলই ‘বহিরাগত’ শব্দকে ভোটের ইস্যু করে তুলেছিল বলে দাবি তাদের। অথচ উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন ভিন রাজ্যের একজন। বিজেপির সর্বভারতীয় নেতা থেকে রাজ্য স্তরের নেতারা শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করা নিয়ে তৃণমূলকে খোঁচা দিতে শুরু করেছে। তাঁদের কথায়, ২০২১ সালে বিধানসভা ভোটের সময় অন্য রাজ্য থেকে বিজেপি নেতাদের বাংলায় আসা নিয়ে সরব হয়েছিল যে তৃণমূল, উপনির্বাচনে তারাই বিহারের একজনকে বাংলার সংসদ এলাকার প্রার্থী করল।
‘ Bohirgoto ‘ was pet theme of @MamataOfficial during assembly elections . Gone with the wind now …. https://t.co/TYJcMcXZwH
— B L Santhosh (@blsanthosh) March 13, 2022
What is the CONNECTION of @ShatruganSinha with ASANSOL or BENGAL??
When our BJP workers came from BIHAR & UP to work for WB 2021 assembly elections ..you stamped them saying BOHIRAGOTO….OUTSIDERS
What will you NOW call Mr BIHARIBABU?? https://t.co/pNLVzJQw0Z
— Agnimitra Paul BJP (@paulagnimitra1) March 13, 2022
লকেট চট্টোপাধ্যায় এদিন অভিযোগ করেছেন, ‘আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতা সামনে উঠে এল। উনিই বাংলায় ভোট প্রচারে কেউ এলেই তাঁকে বহিরাগত বলে তকমা দিতেন। অথচ তিনিই আসানসোলে প্রার্থী বাছলেন বহিরাগত। বাংলার মানুষ সমস্ত কিছু দেখছেন।’
টুইটারে সরব হয়েছে সম্প্রতি দল থেকে সাময়িক বরখাস্ত হওয়া নেতা রীতেশ তিওয়ারিও। তিনি লেখেন, ‘২০২১র নির্বাচনের সময় বিজেপি নেতৃত্বেকে বহিরাগত আখ্যা দিয়ে নির্বাচনী ইস্যু তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোয়ার ফেলেরিও, অসমের সুস্মিতা দেবকে রাজ্যসভায় পাঠানো এবং এখন আসানসোল উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহা কে প্রার্থী করা…। এটা তৃণমূল যে ভন্ড দল সেটা প্রমাণ করল।’
Mamata Banerjee’s double standard stands exposed once again.She coined the term ‘Bahiragato’ (outsider)for anyone who is coming to campaign for an election in Bengal. Irony died 100 times when she has announced the ‘Bahiragato’candidate from Asansol. People of Bengal are watching
— Locket Chatterjee (@me_locket) March 13, 2022
২০২১র নির্বাচনের সময় @narendramodi সহ @BJP4India নেতৃত্বে কে বহিরাগত আখ্যা দিয়ে নির্বাচনী ইস্যু তৈরি করেছিলেন @MamataOfficial গোয়ার ফেলেরিও,আসামের সুস্মিতা দেবকে #RS য় পাঠানো এবং এখন আসানসোল উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহা কে প্রার্থী করা… এটা তৃণমূল যে ভন্ড দল সেটা প্রমাণ করলো।
— Ritesh Tiwari (@IamRiteshTiwari) March 13, 2022
আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের প্রশ্ন, ‘শত্রুঘ্ন সিনহার সঙ্গে বাংলা বা আসানসোলের ঠিক কী সম্পর্ক? যখন ২০২১ সালে বিধানসভা ভোটের সময় আমাদের বিজেপি কর্মীরা বিহার কিংবা উত্তর প্রদেশ থেকে এসেছিলেন, আপনি তাঁদের বহিরাগত বলে তোপ দেগেছিলেন। এবার আপনি মিস্টার বিহারীবাবুকে কী বলবেন?’ বিএল সন্তোষের টুইট, ‘বিধানসভা ভোটের সময় তৃণমূলের লব্জ হয়ে গিয়েছিল বহিরাগত শব্দ। এখন তা জানলা দিয়ে পালিয়েছে…’
আরও পড়ুন: By Election2022: ‘সায়নীর কথা শোনা গিয়েছিল, সেখানে শত্রুঘ্ন?’, টুইটে তোপ অমিত মালব্যর