
বালুরঘাট: প্রার্থী নাম ঘোষণার পর প্রথমবার বালুরঘাটে পা রাখলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। ট্রেন থেকে নামার পরই জেলা বিজেপির তরফ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় তাঁকে। এবারের নির্বাচনে সুকান্ত মজুমদারের বিপরীতে লড়বেন তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। তবে তা নিয়ে বেশি গুরুত্ব দিতে নারাজ সুকান্ত। নিজের জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপি সাংসদ।
সোমবার বালুরঘাট স্টেশনে নামার পরই বিপ্লব মিত্রকে কটাক্ষ করেন তিনি। বলেন, “জেলার একমাত্র মন্ত্রী ছিলেন বিপ্লব মিত্র। লোকসভার নির্বাচনে লড়তে হলে তাঁকে মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ করে লড়তে হবে।” রাজ্য সভাপতির দাবি, আসন্ন লোকসভা ভোটে বিপ্লব মিত্রকে হারাবেন তিনি। আর পদ থেকে পদত্যাগ জেলার একমাত্র মন্ত্রীও থাকবেন না।
বিজেপি সাংসদ বলেন,”আমি বয়সের কারণে ওনাকে সম্নান করি। তবে আমার কাছ থেকে হেরে আবার মন্ত্রিত্ব নিতে হবে বিপ্লববাবুকে। বৃদ্ধ বয়সে ওনাকে হারানোর কোনও মানে হয়নি তৃণমূল কংগ্রেসের।” ভোটের প্রচারে এসে আত্মবিশ্বাসী সুকান্ত বলেছেন, “এর আগে বালুরঘাটের কোনও সাংসদ রেলের এত উন্নয়ন করে দেখালে ভোটেই লড়ব না। ইস্তফা দিয়ে দেবো৷ ওয়াক ওভার দিয়ে দেব।”
এদিন, সুকান্ত নামতেই একে-একে বিজেপি নেতৃত্বরা ফুলের মালা পরিয়ে বরণ করে নেন বালুরঘাট লোকসভা আসনের এবারের বিজেপি প্রার্থী তথা সংসদ সুকান্ত মজুমদারকে। এরপর বালুরঘাট স্টেশন থেকে তিনি বাইক র্যালি করে গোটা শহর পরিক্রমার পর বাড়ি পৌঁছন। বালুরঘাট স্টেশনে ওপর অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, সাধারণ সম্পাদক বাপি সরকার, যুব সভাপতি শুভ চক্রবর্তী সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। রাস্তাতেও বিজেপি কর্মী সমর্থকদের পক্ষ থেকে সুকান্তকে সংবর্ধনা জানানো হয়। আজ দিনভর একাধিক কর্মসূচি রয়েছে জেলা জুড়ে। মূলত বিভিন্ন মন্দিরে তিনি পুজো দিয়ে লোকসভা নির্বাচনের প্রচার অভিযান শুরু করবেন।