Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Balurghat News: ঋদ্ধিমানের বিদায়ী ম্যাচে ডেবিউ, প্রেরণা সামি; অভিষেকেই নজরকাড়া সুমিতকে নিয়ে বড় স্বপ্ন বালুরঘাটের

Ranji Trophy 2024-25, Bengal Cricket: ভারতীয় ক্রিকেট তথা বিশ্বের অন্যতম সেরা কিপার-ব্যাটারের স্মরণীয় ম্যাচ স্মরণীয় করে রেখেছিল বাংলা। ইডেনে পঞ্জাবের বিরুদ্ধে ইনিংস ও ১৩ রানে জয়। ঋদ্ধির বিদায়ী ম্যাচে নজর কেড়েছিলেন বালুরঘাট থেকে উঠে আসা পেসার সুমিত মোহন্ত। বাড়ি ফিরতেই তাঁকে নিয়ে হই হুল্লোর।

Balurghat News: ঋদ্ধিমানের বিদায়ী ম্যাচে ডেবিউ, প্রেরণা সামি; অভিষেকেই নজরকাড়া সুমিতকে নিয়ে বড় স্বপ্ন বালুরঘাটের
Image Credit source: CAB/Own Photograph
Follow Us:
| Edited By: | Updated on: Feb 17, 2025 | 6:45 PM

বাংলার দিক থেকে সেটি ছিল নানা দিক থেকে স্মরণীয় ম্যাচ। রঞ্জি ট্রফিতে এ মরসুমে নকআউটের সম্ভাবনা আগেই শেষ হয়ে গিয়েছিল। পঞ্জাবের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে গ্রুপ পর্বের শেষ ম্যাচ ছিল। বাংলার কিংবদন্তি ঋদ্ধিমান সাহা মরসুমের শুরুর দিকেই জানিয়ে দিয়েছিলেন, রঞ্জি ট্রফি খেলেই ক্রিকেটকে বিদায় জানাবেন। নকআউটের সম্ভাবনা না থাকায় পঞ্জাব ম্যাচটিই ঋদ্ধির বিদায়ী ম্যাচ হয়ে দাঁড়ায়। আর সেই ম্যাচেই অভিষেক হয়েছিল পেসার সুমিত মোহন্তর। ভারতীয় ক্রিকেট তথা বিশ্বের অন্যতম সেরা কিপার-ব্যাটারের স্মরণীয় ম্যাচ স্মরণীয় করে রেখেছিল বাংলা। ইডেনে পঞ্জাবের বিরুদ্ধে ইনিংস ও ১৩ রানে জয়। ঋদ্ধির বিদায়ী ম্যাচে নজর কেড়েছিলেন বালুরঘাট থেকে উঠে আসা পেসার সুমিত মোহন্ত। বাড়ি ফিরতেই তাঁকে নিয়ে হই হুল্লোর।

দক্ষিণ দিনাজপুর জেলা থেকে প্রথম ক্রিকেটার হিসেবে রঞ্জি ট্রফিতে খেলার সুযোগ সুমিত মোহন্তর। আর প্রথম ম্যাচেই জাত চিনিয়েছেন। একজন পেসারের মতো আদর্শ উচ্চতা। গতিও ভালো। সুইংও রয়েছে। সুমিত প্রথম শ্রেনির ক্রিকেটে ইনিংস শুরু করেছেন ৪ উইকেট দিয়ে। দ্বিতীয় ইনিংসে নেন ৩ উইকেট। অভিষেক ম্যাচে সব মিলিয়ে ৭ উইকেট। বাংলার ক্রিকেট প্রেমীদের অনেকেরই আক্ষেপ, আরও কয়েক ম্যাচ আগেই যদি অভিষেক হত, হয়তো এরকম বেশকিছু স্পেল দেখার সুযোগ মিলত। আগামী মরসুমের অপেক্ষা।

বাড়ি ফেরার পর বালুরঘাটের ছেলে সুমিতকে নিয়ে পরিবারের পাশাপাশি এলাকার সকলের উচ্ছ্বাসে মেতে ওঠাই স্বাভাবিক। সোমবার ঘরের ছেলে ঘরে ফিরেছে। স্টেশনেই তাঁকে সংবর্ধনা জানানো হয়। হুড খোলা গাড়ি, বাজনা সহযোগে বাড়ি পর্যন্ত নিয়ে আসা হয়। বাড়ি ফিরতেই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও তাকে সংবর্ধিত করা হয়। শুধু পরিবারই নয়, পাড়া প্রতিবেশীদের কেউ নিজে হাতে পিঠে তৈরি করে আবার কেউ মিষ্টি খাইয়ে সুমিতকে অভ্যর্থনা জানাতে ব্যস্ত। বালুরঘাটে সুমিতের বেড়ে ওঠা আর এখানেই তার ক্রিকেট শেখা। পরে অবশ্য কলকাতায় গিয়ে প্রশিক্ষণ নেন।

বাংলার পেসার সুমিত বাড়ি ফিরে বলেন, ‘এরকমভাবে স্বাগত জানানো হবে প্রত্যাশাই করিনি। খুবই ভালো লাগছে। প্রথম যখন কলকাতা যাই, ক্লাব ক্রিকেট খেলার সময় মহম্মদ সামি এসেছিলেন। সামিকে দেখে প্রেরণা পেয়েছিলাম। মনে হয়েছিল, আরও একটু পরিশ্রম করতে পারলে হয়তো সেই জায়গায় যেতে পারি। এতদিন পর কিছুটা হলেও ফল পেলাম। এখনও অনেক পথ যাওয়া বাকি রয়েছে। ইচ্ছে রয়েছে, যাতে আইপিএলেও সুযোগ পাই। তবে এগোতে হলে পরিশ্রম আরও বাড়াতে হবে। আরও উন্নতির প্রয়োজন ছিল।’

পাড়া ক্রিকেট খেলার সময় অবশ্য এতকিছু ভাবেননি। ধীরে ধীরে জেলা ক্রিকেটে খেলার সুযোগ। এরপর বাংলার অনূর্ধ্ব ১৯ শিবির। অনেকটা পথ পেরিয়ে এ বার বাংলা দলের হয়ে সর্বভারতীয় প্রতিযোগিতায় খেলার সুযোগ। সুমিতের স্বপ্ন আরও বড়। তেমনই বালুরঘাটেরও।

৪ মাসে দাম সোনার বেড়েছে ১৪ হাজার টাকার বেশি, এমন রিটার্ন দেয়নি কেউ
৪ মাসে দাম সোনার বেড়েছে ১৪ হাজার টাকার বেশি, এমন রিটার্ন দেয়নি কেউ
বন্দে ভারতের জন্য কয়েকশো কোটির বরাত, নজর রাখতে পারেন এই শেয়ারে?
বন্দে ভারতের জন্য কয়েকশো কোটির বরাত, নজর রাখতে পারেন এই শেয়ারে?
সময় মতো টাকা দিতে ব্যর্থ, OLA-র সংস্থার বিরুদ্ধে দেউলিয়া আবেদন!
সময় মতো টাকা দিতে ব্যর্থ, OLA-র সংস্থার বিরুদ্ধে দেউলিয়া আবেদন!
১৯৮৮ সালে কেনা রিলায়েন্সের শেয়ার খুঁজে পেলেন এক ব্যক্তি, কত দাম জানেন?
১৯৮৮ সালে কেনা রিলায়েন্সের শেয়ার খুঁজে পেলেন এক ব্যক্তি, কত দাম জানেন?
আপনার কাছে আছে নাকি পড়ে পুরনো ২০০০ টাকার নোট, কী করতে হবে জেনে নিন...
আপনার কাছে আছে নাকি পড়ে পুরনো ২০০০ টাকার নোট, কী করতে হবে জেনে নিন...
ভারতের পাশাপাশি আর আশার আলো পড়শি দেশের শেয়ার সূচকেও!
ভারতের পাশাপাশি আর আশার আলো পড়শি দেশের শেয়ার সূচকেও!
ভারতের শেয়ার বাজারের এখন কী অবস্থা, আরও কি পড়বে বাজার?
ভারতের শেয়ার বাজারের এখন কী অবস্থা, আরও কি পড়বে বাজার?
গতকালের বিরাট খবরের ধাক্কায় একটুও বাড়ল না এয়ারটেল, বাড়ল ইন্ডাসইন্ড
গতকালের বিরাট খবরের ধাক্কায় একটুও বাড়ল না এয়ারটেল, বাড়ল ইন্ডাসইন্ড
পড়েছে টেসলা, পড়ল ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, কী আভাস দিচ্ছে বাজার?
পড়েছে টেসলা, পড়ল ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, কী আভাস দিচ্ছে বাজার?
বিনিয়োগের সময় হতে হবে রাহুল দ্রাবিড়, পিচে পড়ে থাকতে হবে মাটি কামড়ে!
বিনিয়োগের সময় হতে হবে রাহুল দ্রাবিড়, পিচে পড়ে থাকতে হবে মাটি কামড়ে!