বালুরঘাট: রবিবার রাজ্যের ১০৮ জেলার পুরভোট। হাতে আর সময় নেই। বিরোধী থেকে শাসক সব দলগুলিরই প্রচার চলাচ্ছে জোর কদমে। এর মধ্যে আবার তৃণমূল-বিজেপি তরজা। নির্বাচনী প্রচারের শেষ মুহুর্তে ফের কার্টুন বিতর্ক বালুরঘাটে। শহরের ২২ নম্বর ওয়ার্ডে এমনই ছবি ধরা পড়ল। অভিযোগ, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ওয়ার্ডে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে সরাসরি কার্টুনের পোস্টার লাগিয়েছে তৃণমূল।
কী ছিল কার্টুনে?
এবার পুর ভোটে ১২ নম্বর ওয়ার্ড থেকে দাঁড়িয়েছেন শান্তনু চৌধুরী। তিনি পেশায় শিক্ষক। তবে রাজনৈতিক তরজার কারণে তাঁর কার্টুনে আঁকা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, বিজেপির শিক্ষক প্রার্থীর রেশন কার্ড এসপিএইচএইচ (বিপিএল) ক্যাটাগরি। সেই কারণে কটাক্ষ করে তাঁর কার্টুন আঁকা হয়েছে। আর সেই কার্টুন এঁকেছে শাসকদল এমনটাই অভিযোগ। যদিও, গত কয়েকদিন আগে বিজেপি তরফেও কার্টুন আঁকা হয়েছেন তৃণমূল প্রার্থীকে বিঁধে। ১২ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল প্রার্থী প্রদিপ্তা চক্রবর্তী দাঁড়িয়েছেন। এবার তিনি বাড়িতে ভোট চাইতে গেলে কুকুর ও পুলিশ ধাওয়া করবে এমনই কার্টুন আঁকা হয়েছিল বিজেপির তরফ থেকে।
এবার সেই কার্টুনের জবাব দেওয়া হয় কার্টুন এঁকেই। শুক্রবার ফের কার্টুনের মাধ্যমেই বিজেপিকে জবাব দিয়েছে তৃণমূল। এবিষয়ে তৃণমূল প্রার্থী প্রদীপ্তা চক্রবর্তী বলেন, “এই ওয়ার্ডে যিনি বিজেপির প্রার্থী তিনি শিক্ষক। অতি সচ্ছল পরিবার থেকে আসার পরও তিনি বিপিএল রেশন কার্ড ভোগ করছেন। এর বিরুদ্ধেই মানুষকে জানাতেই এই কার্টুন প্রচার আমাদের। পালটা বিজেপি প্রার্থী শান্তনু চৌধুরী বলেন, “আমি ডাবল এমএ, ডিএড, বিএড পাস করা চাকুরিপ্রার্থী। রাজ্য সরকার সরকার আমাকে চাকরি দিতে পারেনি। আমি সামান্য প্যারা টিচার। তাই আমি বিপিএল কার্ডের যোগ্য।”
আরও পড়ুন: AMTA Student Death: ভোররাতে আনিসের কবরের সামনে ফের পুলিশ, দেহ তুলতেই দিলেন না স্থানীয়রা
আরও পড়ুন: Cow smuggling: গাড়িতে ভর্তি করে রাখা কাঠের গুঁড়োর বস্তা, একটি সরাতেই পুলিশের চোখ উঠল কপালে!