Hili: চোখ, কান খুবলে খাওয়া, মাঠ থেকে আদিবাসী মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

Hili: হিলি থানার ৫ নম্বর জামালপুর গ্রাম পঞ্চায়েতের গাড়না গ্রামের বাসিন্দা বছর পঞ্চান্নর জোৎস্না কিস্কু। কয়েকবছর আগে স্বামীর মৃত্যু হয়েছে। দুই ছেলে ভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। বাড়িতে বৃদ্ধা একাই থাকতেন। গতকাল রাতে গাড়না বাজার থেকে ওই বৃদ্ধাকে বাড়ির দিকে যাচ্ছিলেন বলে স্থানীয় বাসিন্দাদের নজরে এসেছিলেন।

Hili: চোখ, কান খুবলে খাওয়া, মাঠ থেকে আদিবাসী মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার
মাঠ থেকে উদ্ধার দেহImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 24, 2025 | 4:38 PM

হিলি: নির্জন মাঠ থেকে উদ্ধার আদিবাসী বৃদ্ধার ক্ষতবিক্ষত মৃতদেহ। বুধবার ওই ঘটনায় চাঞ্চল্য ছড়াল হিলি থানার জামালপুর পঞ্চায়েতের গাড়না গ্রামে৷ শিয়ালের হামলায় ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে অনুমান মানুষের। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হিলি থানার ৫ নম্বর জামালপুর গ্রাম পঞ্চায়েতের গাড়না গ্রামের বাসিন্দা বছর পঞ্চান্নর জোৎস্না কিস্কু। কয়েকবছর আগে স্বামীর মৃত্যু হয়েছে। দুই ছেলে ভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। বাড়িতে বৃদ্ধা একাই থাকতেন। গতকাল রাতে গাড়না বাজার থেকে ওই বৃদ্ধাকে বাড়ির দিকে যাচ্ছিলেন বলে স্থানীয় বাসিন্দাদের নজরে এসেছিলেন। তারপরেই বুধবার সকালে বৃদ্ধার বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে কৃষিজমিতে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে নজরে আসে। তারপরেই হিলি থানায় খবর দেন বাসিন্দারা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে হিলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। ওই ঘটনা প্রকাশ্য আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

এপ্রসঙ্গে স্থানীয় বাসিন্দা উত্তম বর্মণ বলেন, “কৃষিজমিতে প্রতিবেশীকে বৃদ্ধ মহিলাকে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বৃদ্ধার মাথা, কান খুবলে খেয়েছে শিয়াল বলে মনে হচ্ছে। রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে ঘটনাটি ঘটেছে। সন্তানেরা বাইরে রাজ্যে কাজ করে। বাড়িতে কেউ নেই। পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে মৃত্যুর বিষয়টি সামনে নিয়ে আসুক।”

এপ্রসঙ্গে হিলি থানার আইসি শীর্ষেন্দু দাস বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে মৃত্যু কারণ জানা যায়নি। তবে অ্যানিম্যাল বইটে মৃত্যু হয়ে থাকতে বলে অনুমান করা হচ্ছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ময়নাতদন্ত করা হবে। পরিবারের তরফে এখনও অভিযোগ দায়ের হয়নি। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।”