BSF: ভারতীয় ভূখণ্ড থেকে তুলে নিয়ে যাচ্ছে! সীমান্তে সাংঘাতিক ঘটনা, রাত পর্যন্ত চলল ফ্ল্যাগ মিটিং

Bangladesh Border: কেন দুই ভারতীয় কে, এভাবে তুলে নিয়ে যাওয়া হল, তার জবাব চায় বিএসএফ। শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ফ্ল্যাগ মিটিং হয় সীমান্তে।

BSF: ভারতীয় ভূখণ্ড থেকে তুলে নিয়ে যাচ্ছে! সীমান্তে সাংঘাতিক ঘটনা, রাত পর্যন্ত চলল ফ্ল্যাগ মিটিং
কৃষকদের তুলে নিয়ে যাওয়া হয়Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 03, 2025 | 9:31 AM

গঙ্গারামপুর: ভারত-পাক অশান্তির মাঝেই বাংলাদেশ সীমান্তে চাঞ্চল্যকর ঘটনা। ভারতীয় ভূ-খণ্ড থেকে দুই ভারতীয় কৃষককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বা বিজিবি-র বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার মল্লিকপুর বিওপির অনন্তপুর এলাকায়। ভারতীয় ওই দুই কৃষকের নাম ফিলিপ সোরেন ও অবিনাশ টুডু। দীর্ঘ বৈঠকের পর তাদের ফেরাতে সক্ষম হয় বিএসএফ।

ওই দুই কৃষকের বাড়ি গঙ্গারামপুর থানার অনন্তপুরে। শুক্রবার বিষয়টি জানার পরই সন্ধ্যেবেলায় বিএসএফ ও বিজিবি-র মধ্যে সীমান্তে ফ্ল্যাগ মিটিং হয়। দুই ভারতীয়কে ফেরানোর জন্য সবরকম চেষ্টা চালানো হয় বল জানান, জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তল।

জানা গিয়েছে, এদিন দুই বাংলাদেশি অবৈধভাবে ভারতীয় সীমান্তে প্রবেশ করে। তাদের বিএসএফ আটক করলে কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে কাজ করা দুই ভারতীয় কৃষককে ধরে নিয়ে যায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। এরপরই উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিএসএফের ৯১ ব্যাটেলিয়নের ঊর্ধ্বতন কর্তারা।

কেন দুই ভারতীয় কে, এভাবে তুলে নিয়ে যাওয়া হল, তার জবাব চায় বিএসএফ। শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ফ্ল্যাগ মিটিং হয় সীমান্তে। এরপরই দুই ভারতীয়কে ছেড়ে দিতে বাধ্য হয় বিজিবি। পাশাপাশি অবৈধ ভাবে ভারতে আসা দুই বাংলাদেশিকেও বিজিবির হাতে তুলে দেওয়া হয়েছে।

এদিকে ঘটনার পর থেকেই সীমান্তে বাড়তি নজরদারি চালানো হচ্ছে বলেই জানিয়েছে বিএসএফ। এলাকায় বাড়ছে অস্বস্তি। গ্রামবাসীদের মধ্যেও আশঙ্কা বাড়ছে।