Sukanta Majumdar: বালুরঘাট থেকে কবে দক্ষিণ ভারতের ট্রেন? বড় আশার কথা শোনালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত

Rupak Sarkar | Edited By: Soumya Saha

Jun 23, 2024 | 11:31 PM

Balurghat: শিক্ষা মন্ত্রক ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক - জোড়া মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রবিবার বিকেলে বালুরঘাট রেল স্টেশন পরিদর্শনে আসেন কেন্দ্রীয় মন্ত্রী। অমৃত ভারতের অধীনে বালুরঘাট স্টেশনের কাজ কেমন চলছে, তা ঘুরে দেখেন তিনি।

Sukanta Majumdar: বালুরঘাট থেকে কবে দক্ষিণ ভারতের ট্রেন? বড় আশার কথা শোনালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত
সুকান্ত মজুমদার
Image Credit source: TV9 Bangla

Follow Us

বালুরঘাট: ভোটে জিতেছেন। পুনর্নির্বাচিত হয়েছে বালুরঘাট থেকে। এখন তিনি কেন্দ্রীয় মন্ত্রী। নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় জোড়া দায়িত্ব পেয়েছেন তিনি। শিক্ষা মন্ত্রক ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক – জোড়া মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রবিবার বিকেলে বালুরঘাট রেল স্টেশন পরিদর্শনে আসেন কেন্দ্রীয় মন্ত্রী। অমৃত ভারতের অধীনে বালুরঘাট স্টেশনের কাজ কেমন চলছে, তা ঘুরে দেখেন তিনি।

পাশাপাশি বালুরঘাট স্টেশনে পিট ও সিক লাইনের কাজ চলছিল। যার মধ্যে পিট লাইনের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বর্তমানে স্টেশনে সিক লাইনের কাজ চলছে। তৃতীয় প্লাটফর্মের কাজও চলছে। সমস্ত বিষয়টি সরেজমিনে ঘুরে দেখেন সুকান্ত মজুমদার। স্টেশনের কাজকর্ম পরিদর্শনের পর সুকান্ত জানালেন, শুধুমাত্র তৃতীয় প্ল্যাটফর্ম নয়, আরও দুটি রেল ট্র‍্যাক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সেগুলির কাজ শেষ হলেই বালুরঘাট থেকে ছুটবে দক্ষিণ ভারতের ট্রেন।

বালুরঘাটের বিজেপি সাংসদ বলেন, ‘আমরা সবাই পরিদর্শন করে দেখলাম। কতটা গুণমান সম্পন্ন কাজ চলছে, তা খতিয়ে দেখলাম। যেসব জায়গাগুলিতে আমার অসুবিধা মনে হয়েছে, সেগুলি ডিআরএমকে এবং নর্থ ফ্রন্টিয়ার রেলের জেনারেল ম্যানেজারকে জানাব। স্টেশন এখন অনেকটা সেজে উঠেছে। আরও কাজ হবে। লিফ্ট, চলমান সিড়ি লাগানোর কথা রয়েছে। আমিও তাড়া দেব যাতে যত তাড়াতাড়ি সম্ভব এগুলি হয়ে যায়।’ বালুরঘাট থেকে দক্ষিণ ভারতের ট্রেনের বিষয়েও এদিন আশার খবর শোনালেন কেন্দ্রীয় মন্ত্রী।

সুকান্ত বলেন, ‘আমরা কথাবার্তা শুরু করেছি। আমরা খুবই আশাবাদী। কিন্তু প্রত্যেকটি লাইনেই কোনও না কোনও ট্রেন আছে। এর জন্য ক্যাপাসিটি বাড়াতে হবে। দক্ষিণ ভারতের ট্রেন এখান থেকে চালু করতে গেলে এখানে আরও দুটি রেক রাখার ব্যবস্থা করতে হবে। সেটা হওয়ার পরই আমরা বালুরঘাট থেকে দক্ষিণ ভারতের ট্রেন চালাতে পারব।’

Next Article