মুখ্যমন্ত্রী চান চারটে রাজধানী, দলের নেতারা চান চারটে পাকিস্তান: শুভেন্দু
"মাননীয়া বলছেন চারটে রাজধানী করতে হবে। আর মুখ্যমন্ত্রীর নেতারা বলছেন রাজ্যকে চারটি পাকিস্তান করতে হবে। আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা খাঁ বলছেন তফশিলি সম্প্রদায়ের মানুষের স্বভাবটা ভিখারির মতো।''
দক্ষিণ দিনাজপুর: “মাননীয়া বলছেন চারটে রাজধানী করতে হবে। আর মুখ্যমন্ত্রীর নেতারা বলছেন রাজ্যকে চারটি পাকিস্তান করতে হবে।” রবিবার দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের সভা থেকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।
ঘুরেফিরে নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর মুখে পাকিস্তান প্রসঙ্গ। তৃণমূলের বিরুদ্ধে তোষণের রাজনীতি করার অভিযোগে আবারও নাম করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন তিনি। শুভেন্দুর কথায়, “মাননীয়া বলছেন চারটে রাজধানী করতে হবে। আর মুখ্যমন্ত্রীর নেতারা বলছেন রাজ্যকে চারটি পাকিস্তান করতে হবে। আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা খাঁ বলছেন তফশিলি সম্প্রদায়ের মানুষের স্বভাবটা ভিখারির মতো।”
রবিবার বিকালে একুশের ভোটে (West Bengal Assembly Election 2021) দক্ষিণ দিনাজপুর হরিরামপুর বিধানসভার বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের সমর্থনে প্রচার করেন দলের হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী। হরিরামপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন স্থানে বিজেপির বিরাট সভা আয়োজিত হয়। সভায় মূল বক্তা ছিলেন শুভেন্দুই। পাশাপাশি উপস্থিত ছিলেন হরিরামপুর বিধানসভার বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়, বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, জেলা বিজেপি সভাপতি বিনয় বর্মন, হরিরামপুরের বিজেপি নেতা শুভাশিস পাল প্রমুখ।
এদিনের সভায় তৃণমূল সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে শতাধিক কর্মী বিজেপিতে যোগদান করেন। সভায় যোগদানের পরই তৃণমূল সুপ্রিমোকে তীব্র ভাষায় কটাক্ষ করেন শুভেন্দু। তোলেন তোষণের রাজনীতি করার অভিযোগ। তাঁর মতে,’দেশবিরোধী কথা বলেন মুখ্যমন্ত্রী। চারটে রাজধানী গড়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। নানুরের আলম খানের পাকিস্তান গড়ার কথা প্রসঙ্গেও তীব্র আক্রমণ শানান শুভেন্দু। প্রসঙ্গত, এদিনই প্ররোচনামূলক মন্তব্যের দায়ে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে ২৪ ঘণ্টার জন্য ব্যান করেছে নির্বাচন কমিশন। সে নিয়েও কটাক্ষ করতে শোনা যায় শুভেন্দুকে।
আরও পড়ুন: ভিডিয়ো: প্রবল ঝড়েও ‘খেলা’ থামল না তৃণমূলের ‘থান্ডার গার্ল’ সায়নীর
এদিকে বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের নিদান, “সিভিক ভলান্টিয়াররা বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয় তাহলে তাদের গাছে বেঁধে রাখার রাখুন। রাত দুটো হলেও তাদের গাছে বাঁধে রেখে খবর দিন।”