Balurghat Municipality: বিজেপির রাজ্য সভাপতির ওয়ার্ডে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ, পথে নামলেন তৃণমূল প্রার্থী

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Feb 26, 2022 | 11:57 PM

Municipal Elections 2022: যদিও বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।

Balurghat Municipality: বিজেপির রাজ্য সভাপতির ওয়ার্ডে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ, পথে নামলেন তৃণমূল প্রার্থী
ভোটের আগে সরগরম বালুরঘাট। নিজস্ব চিত্র।

Follow Us

দক্ষিণ দিনাজপুর: শনিবার রাত থেকেই জেলায় জেলায় চড়ছে ভোটের পারদ। বালুরঘাট পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে টাকা বিলি করার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল। ভোটারদের বিজেপি প্রার্থী শান্তনু চৌধুরী শনিবার রাতে টাকা বিলি করেন বলে অভিযোগ করে তৃণমূল। এরপরই শান্তনু চৌধুরীর বাড়ির সামনে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করে তৃণমূল। বিক্ষোভ দেখান এই ওয়ার্ডেরই তৃণমূল প্রার্থী প্রদীপ্তা চক্রবর্তী। ছিলেন দলীয় কর্মী সমর্থকরাও। তৃণমূলের অভিযোগ বিজেপি প্রার্থী রাতের অন্ধকারে টাকা বিলি করছেন ভোটারদের। মূলত তৃণমূল কর্মীদের মধ্যে টাকা বিলি করে ভোট কিনতে চাইছেন বলেই অভিযোগ ওঠে।

তৃণমূল প্রার্থী প্রদীপ্তা চক্রবর্তীর অভিযোগ, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ওয়ার্ড এটি। যার ফলে এই ওয়ার্ডে যিনি বিজেপি প্রার্থী রয়েছেন তিনি রাতের অন্ধকারে ভোটের আগে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে টাকা বিলি করছেন। বিজেপি প্রার্থীর বাড়িতে দীর্ঘক্ষণ বসে এইসব করেছেন। কালো টাকা দিয়ে তৃণমূল কর্মীদের কিনতে চাইছেন। এ নিয়ে পুলিশ প্রশাসনকে অভিযোগ জানিয়েছেন।

প্রদীপ্তা চক্রবর্তী বলেন, “এখানে সারাদিনই আমি ঘোরাফেরা করেছি। বেশ কিছু জিনিস আমার চোখে পড়ে। বিজেপির রাজ্য সভাপতি বসেছিলেন কিছুক্ষণ। এখানে যিনি বিজেপি প্রার্থী আমাদের কর্মীদের ডেকে ডেকে হাতে টাকা গুঁজে দিচ্ছেন। এভাবে তো চলতে পারে না। আমি সুস্থ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট চাইছি। এভাবে টাকা দিয়ে বালুরঘাটের ভোট কেনা যায় না। আমরা আমাদের দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। প্রশাসনকেও জানানো হয়েছে।”

যদিও বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। সুকান্ত মজুমদারের কথায়, বিজেপির অত টাকা নেই। আর তৃণমূলের কি এত খারাপ দিন এল যে বিজেপির কাছ থেকে টাকা নিতে হবে? এই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তাঁর হাতের ঘড়ি বিক্রি করলে ওয়ার্ডের সকল লোককে টাকা দিতে পারবেন। সুকান্ত মজুমদারের কথায়, “তৃণমূল কর্মীরা ভিখারি হয়ে গেল যে বিজেপির কাছ থেকে টাকা নিতে আসবে, এটা বিশ্বাসযোগ্য? দ্বিতীয়ত এই ওয়ার্ডে যিনি প্রার্থী হয়েছেন তাঁর হাতের ঘড়িটা বিক্রি করলেই ওয়ার্ডের সমস্ত লোককে প্রচুর টাকা দিতে পারবেন। কত লক্ষ টাকার ঘড়ি তা উনি ভালই জানেন। আমাদের অত টাকা নেই যে তৃণমূলের লোকজনকে বিলি করব। বিজেপির যাঁরা কর্মী তাঁদেরই ভাল করে বুথ খরচ দিতে পারি না। সব দল ভোটের দিন খাওয়ায়, আমরা খাওয়াতে পারি না।”

আরও পড়ুন: MP Kalyan Banerjee: কল্যাণের গাড়িতে ‘হামলা’, সিপিএমকে তুলোধনা তৃণমূল সাংসদের

আরও পড়ুন: MP Dilip Ghosh: রাতে হঠাৎই দিলীপ ঘোষের বাংলোতে পুলিশ! ভোটের আগে চড়ছে পারদ

আরও পড়ুন: Anis Khan Death: বাম ছাত্র যুবদের মিছিল ঘিরে রণক্ষেত্র পাঁচলা! আটক মীনাক্ষি, রক্তাক্ত পুলিশ কর্মীও

Next Article
Balurghat News: এলোপাথাড়ি চলছিল লাঠি, ঘরে ঢুকে নাবালিকার সঙ্গে ‘ঘৃণ্য আচরণ’ আবগারি দফতরের কর্মীদের
Municipality Elections 2022: ভিডিয়ো: ‘চোখে ন্যাবা হয়েছে?’ সুকান্তর ভর্ৎসনা শুনে খচে লাল আইসি