AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Teesta River: পাহাড়ি রাস্তায় তিস্তার খাদে উল্টে পড়ল গাড়ি! দুর্ঘটনায় আহত চালক-সহ ৩

Road Accident: প্রাথমিকভাবে জানা যাচ্ছে দুর্ঘটনাগ্রস্ত ওই গাড়ির দুই যাত্রী তেলঙ্গানার বাসিন্দা। আহত যাত্রীদের মধ্যে একজন বছর সাতচল্লিশের তামেনানা সত্যনারায়ণ, বাড়ি সেকেন্দ্রাবাদে। অন্যজন সাতান্ন বছর বয়সি বদরলা ভীরা ভেঙ্কটরমন, বাড়ি হায়দরাবাদে।

Teesta River: পাহাড়ি রাস্তায় তিস্তার খাদে উল্টে পড়ল গাড়ি! দুর্ঘটনায় আহত চালক-সহ ৩
তিস্তা নদী (ফাইল ছবি)Image Credit: Pixabay
| Edited By: | Updated on: Jun 02, 2024 | 11:06 PM
Share

লিকুভির: পাহাড়ে যাওয়ার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয় তিস্তার খাদে পড়ল যাত্রী বোঝাই গাড়ি। রবিবার বিকেলে একটি বড় চার চাকার গাড়ি লিকুভিরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা নদীর খাদে গিয়ে পড়ে। গাড়িতে তখন চালক ছাড়াও দু’জন যাত্রী ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রাম্বির গ্রামীণ হাসপাতালে। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে দুর্ঘটনাগ্রস্ত ওই গাড়ির দুই যাত্রী তেলঙ্গানার বাসিন্দা। আহত যাত্রীদের মধ্যে একজন বছর সাতচল্লিশের তামেনানা সত্যনারায়ণ, বাড়ি সেকেন্দ্রাবাদে। অন্যজন সাতান্ন বছর বয়সি বদরলা ভীরা ভেঙ্কটরমন, বাড়ি হায়দরাবাদে।

উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা ঢুকে গিয়েছে। উত্তরের জেলাগুলিতে বৃষ্টি-বাদলও শুরু হয়ে গিয়েছে বিগত কয়েকদিন ধরে। এই সময়ে পাহাড়ের রাস্তা আরও ভয়াবহ হয়ে ওঠে। সিকিমের দিকে পাহাড়ির রাস্তাগুলি আরও ভয়ানক হয়ে উঠেছে। এদিকে গত কয়েকদিনের বৃষ্টিতে তিস্তা নদীও ফুঁসতে শুরু করেছে।

এরই মধ্যে আজ বিকেলে পাহাড়ে যাওয়ার পথে দুর্ঘটনা। লিখুভিরের কাছে পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তার খাদে পড়ল যাত্রীবোঝাই গাড়ি। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন গাড়ির চালকও। দার্জিলিঙের রঙবুলের বাসিন্দা বছর আঠাশের যোগেশ গুরুং নামে ওই গাড়ি চালককেও ভর্তি করা হয়েছে হাসপাতালে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই উত্তর সিকিমে তুঙ্গের কাছে পর্যটকদের নিয়ে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল। পাহাড়ের ঢাল বেয়ে বোল্ডার ধসে পড়েছিল গাড়ির উপর। সেদিনের দুর্ঘটনার পর আজ আবারও এক পথ দুর্ঘটনা পাহাড়ের রাস্তায়।