Darjeeling Accident: দার্জিলিঙে ১০০ ফুট গভীর খাদে পর্যটক বোঝাই গাড়ি, আশঙ্কাজনক ৭

Darjeeling Accident: গাড়িটিতে চালক সহ আরও সাত জন পর্যটক ছিলেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। সকলকে নিয়েই গাড়িটি খাদের মধ্যে গিয়ে পড়ে। প্রায় ১০০ ফুট গভীরে পড়ে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধার করেন ওই যাত্রীদের।

Darjeeling Accident: দার্জিলিঙে ১০০ ফুট গভীর খাদে পর্যটক বোঝাই গাড়ি, আশঙ্কাজনক ৭
দার্জিলিঙের রাস্তা (প্রতীকী ছবি)Image Credit source: Pixabay
Follow Us:
| Edited By: | Updated on: Oct 26, 2023 | 8:10 PM

দার্জিলিং: পাহাড়ে ঘুরতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা। দার্জিলিঙে সিটং-এর কারমাথ এলাকায় বৃহস্পতিবার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় পর্যটক বোঝাই একটি গাড়ি। পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদের প্রায় ১০০ ফুট গভীরে গিয়ে পড়ে গাড়িটি। গাড়িটিতে চালক সহ আরও সাত জন পর্যটক ছিলেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। সকলকে নিয়েই গাড়িটি খাদের মধ্যে গিয়ে পড়ে। প্রায় ১০০ ফুট গভীরে পড়ে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধার করেন ওই যাত্রীদের।

চালক-সহ সাত পর্যটককে উদ্ধার করে শিলিগুড়ির এক নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সাতজন পর্যটকেরই চোট গুরুতর। আপাতত শিলিগুড়ির এক নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।

দার্জিলিঙে সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে। শুধু দার্জিলিং শহরেই নয়, আশপাশের বেশ কিছু অফবিট জায়গাও রয়েছে, যেখানে পর্যটকরা নিরিবিলিতে সময় কাটাতে পছন্দ করেন। সেরকমই একটি পাহাড়ি গ্রাম হল সিটং। কমলালেবুর চাষের জন্য বিখ্যাত এই গ্রাম। সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগে থাকে এই সিটংয়ে।

স্কুল-কলেজে এখন পুজোর ছুটি চলছে। ভ্রমণপ্রিয় বাঙালির কাছে এটা ঘুরতে যাওয়ার মরশুম। প্রচুর মানুষ এই সময় দার্জিলিঙের বিভিন্ন প্রান্ত চলে যান, ছুটি কাটাতে। কিন্তু এরই মধ্যে হঠাৎ দুর্ঘটনা। সিটং-এর কাছে কালিঝোড়া এলাকায় একটি পর্যটক বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে পড়ে খাদের মধ্যে। প্রায় ১০০ ফুট গভীরে। সাতজন পর্যটক-সহ গাড়ির চালককে দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে শিলিগুড়ির এক নার্সিংহোমে। এখনও পর্যন্ত হাসাপাতাল সূত্রে যা খবর, দুর্ঘটনাগ্রস্ত প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক।