e Amit Shah: দিদির কাছে উত্তরবঙ্গ খালি সোনার ডিম পাড়া মুরগি: শাহ - Bengali News | Amit Shah said that how mamata Banerjee foolish north bengal people | TV9 Bangla News

Amit Shah: দিদির কাছে উত্তরবঙ্গ খালি সোনার ডিম পাড়া মুরগি: শাহ

এ দিন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলেছেন যে কীভাবে রাজ্য সরকার উত্তরবঙ্গকে বঞ্চিত করছে। সেখানের চা শ্রমিকের অবস্থা ভাল না। এমনকী, শ্রমিকদের যে ঘর দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী সেটিও 'দেশলাই বাক্সের' মতো বলে কটাক্ষ করেছেন তিনি।

Amit Shah: দিদির কাছে উত্তরবঙ্গ খালি সোনার ডিম পাড়া মুরগি: শাহ
অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীImage Credit source: Tv9 Bangla

Jan 31, 2026 | 9:33 PM

শিলিগুড়ি: শনিবার দু’জায়গায় সভা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আজ প্রথমে ব্যারাকপুরে যান তারপর পৌঁছন শিলিগুড়িতে। আর সেখান থেকেই উত্তরবঙ্গ নিয়ে মন্তব্য করেন অমিত শাহ। তাঁর অভিযোগ, কীভাবে রাজ্যের সরকার উত্তরবঙ্গকে ‘মুরগি’ বানাচ্ছে সে কথা তুলে ধরেন তিনি।

এ দিন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলেছেন যে কীভাবে রাজ্য সরকার উত্তরবঙ্গকে বঞ্চিত করছে। সেখানের চা শ্রমিকের অবস্থা ভাল না। এমনকী, শ্রমিকদের যে ঘর দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী সেটিও ‘দেশলাই বাক্সের’ মতো বলে কটাক্ষ করেছেন তিনি।

তিনি বলেন, “বাংলায় চা শ্রমিকদের ভূমির অধিকার দেব।চা বাগান কোম্পানির হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে। ওদের দেশলাই কাঠির মতো ঘর দেওয়ার ব্যবস্থা দেওয়া হচ্ছে। অসমে তো চা শ্রমিকদের বিজেপি সুরক্ষা দিচ্ছে।” অমিত শাহ আরও বলেন, “উত্তরবঙ্গে বড় ষড়যন্ত্র চলছে। পুরো দেশ বাংলার পাশাপাশি শিলিগুড়িকে বেশি ভালবাসে। কারণ, এখান থেকেই উত্তর-পূর্বের রাজ্যগুলিতে যাওয়া যায়।”

এরপরই তিনি বলেছেন, “এই উত্তরবঙ্গ বঞ্চিত। তৃণমূল কী করেছে এখানকার জন্য? রাজ্য বাজেটে উত্তরে কত দেন মমতা? মোদীজি টাকা দিয়েছেন উত্তরবঙ্গে। দিদির কাছে উত্তরবঙ্গ খালি সোনার ডিম পাড়া মুরগি।” প্রসঙ্গত, লোকসভা ভোটেও গোটা রাজ্যের তুলনায় উত্তরে ভাল ফল করেছে বিজেপি। একাধিক আসনে জয়ী হয়েছে তারা। এ দিন, সেই উত্তরকেই টার্গেট করে নিজের বক্তব্য রেখেন তিনি। এমনকী, আত্মবিশ্বাসী অমিত শাহ এও বলেছেন, গোটা রাজ্যের মধ্যে থেকে এই উত্তরবঙ্গের সব আসন তাঁরা পাবেন। ফলে ভোটের আগে শিলিগুড়ির এই সভা কতটা তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।