শিলিগুড়িতে করোনা টিকার কুপনে থাকছে মুখ্যমন্ত্রীর ছবি, কটাক্ষ বিরোধীদের
Mamata Banerjee: শিলিগুড়িতে প্রথম ডোজের টিকাকরণ সেপ্টেম্বরের মধ্যেই শেষ করার লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে শিলিগুড়ি পৌরনিগম। তার জন্য দেওয়া হবে কুপন। সেই টিকায় থাকছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)-এর ছবি। এমনটাই জানা গেল পুরসভা সূত্রে।
শিলিগুড়ি: শিলিগুড়িতে প্রথম ডোজের টিকাকরণ সেপ্টেম্বরের মধ্যেই শেষ করার লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে শিলিগুড়ি পৌরনিগম। তার জন্য দেওয়া হবে কুপন। সেই টিকায় থাকছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)-এর ছবি। এমনটাই জানা গেল পুরসভা সূত্রে। সোমবার শিলিগুড়িতে পৌর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব জানান, “শুধুমাত্র প্রথম ডোজের ক্ষেত্রে আমরা আগ্রাধিকার দিচ্ছি। দশটি স্বাস্থ্য কেন্দ্র ও মাতৃসদনে অন্তত ৪৮ ঘন্টা আগেই এবার থেকে টিকার কুপন মিলবে। এর জেরে টিকা নিতে এসে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হবে না।”
গৌতম দেব আরও বলেন, এখন আঠারো উর্ধ্বে সবার জন্যেই টিকাকরণ শুরু হয়েছে। প্রথম ডোজ সকলের জন্যে নিশ্চিত করতে দুটি টিকা ভ্যান নামবে রাস্তায়। কুপনে টিকা প্রাপকের নাম ও আধারকার্ড নম্বর দেওয়া থাকবে। কিন্তু কুপনে কি মুখ্যমন্ত্রীর ছবিও থাকবে? গৌতম দেবেরল উত্তর, কুপনে কি থাকবে আর কি থাকবে না তা চিন্তাভাবনা করা হচ্ছে।’ পাশে বসা অপর প্রশাসক বোর্ড সদস্য রঞ্জন সরকারের মন্তব্য, ‘কুপনে মুখ্যমন্ত্রীর ছবি থাকলে আপত্তির কি আছে?’
উল্লেখ্য, করোনা টিকার শংসাপত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি থাকা নিয়ে নানাসময়ে টিপ্পনী করতে শোনা গিয়েছে তৃণমূলকে। খোদ মুখ্যমন্ত্রীও এর সমালোচ না করেছেন। এই প্রেক্ষিতে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের মন্তব্য, “টিকা কেন্দ্র দেয়। টিকার সার্টিফিকেটে দেশের প্রধানমন্ত্রীর ছবি থাকে। বিজেপি নেতার তো নয়। কিন্তু শিলিগুড়িতে শুনছি টিকার কুপনে মুখ্যমন্ত্রীর ছবি থাকতে পারে। কতই রঙ্গ দেখি দুনিয়ায়। এর বেশি আর কি বলব, কিইবা বলার আছে! খালি স্মরণ করিয়ে দিতে চাই, টিকার সার্টিফিকেটে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে দেশের কোথাও কেউ আপত্তি করেনি। একমাত্র তৃণমূল আপত্তি জানিয়েছিল।”
এদিকে এই কুপন ব্যবস্থার মাধ্যমে টিকার বিলিবন্টনে ৩০ জন অস্থায়ী স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হচ্ছে বলে খবর। এঁরা আগামী তিনমাস কুপন বিলি ও টিকা প্রদানের কাজ সারবেন। ইতিমধ্যেই ১৫ জনের নিয়োগ হয়েও গিয়েছে। তাঁরা প্রশিক্ষন নিয়ে কাজে যোগ দেবেন বলে জানা গিয়েছে। শিলিগুড়ি পৌরনিগমের তরফে জানানো হয়েছে, নতুন এই ব্যবস্থা চালু হলে টিকা নিয়ে অভিযোগ মিটবে নাগরিকদের। কে কবে টিকা পাবেন, তা আগেই স্থির করে কুপন বিলি করা গেলে প্রাপকদের হয়রানিও কমবে। রাত জেগে লাইনেও দাড়াতে হবে না।
প্রসঙ্গত, টিকা বিলি নিয়ে শিলিগুড়িতে নানাসময়ে বিতর্ক তৈরি হয়েছে। করোনা ভ্যাকসিন নিয়ে বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে বচসার ঘটনায় উত্তেজনাও ছড়ায় শিলিগুড়ি মহকুমার বাগডোগরা স্বাস্থ্যকেন্দ্রে। কয়েকদিন আগেই শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ দাবি করেন, স্বাস্থ্য বিভাগকে উপেক্ষা করে কুপন দিয়ে করোনার টিকা পাইয়ে দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী ও সমর্থকরা। পাশাপাশি স্বাস্থ্য দফতরের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। কী করে তৃণমূল নেতাদের দেওয়া কুপনে টিকা দেওয়া হচ্ছে, তা নিয়ে ক্ষোভের সঞ্চার হয়। আরও পড়ুন: ট্রাকের ভেতর থেকে উদ্ধার সাংসদ সুনীল মণ্ডলের ভাইয়ের মৃতদেহ! তীব্র চাঞ্চল্য