Mamata-Rahul: ন্যায় যাত্রায় মমতাকে চায় কংগ্রেস, অধীরের চোখে-মুখে ধরা পড়ছে অস্বস্তি?
Rahul-Mamata in Bengal: মমতার মান ভাঙাতে অধীর চৌধুরীকে কার্যত পাশ কাটিয়ে জয়রাম রমেশকে ময়দানে নামিয়েছে কংগ্রেস নেতৃত্ব। জয়রাম দাবি করেছেন, রাহুলের ন্যায় যাত্রায় সামান্য সময়ের জন্য হলেও অংশ নেবেন মমতা। মমতা ছাড়া ইন্ডিয়া জোট যে সম্ভব নয়, সে কথাও বলেছেন তিনি। সেই কারণেই তৈরি হয়েছে জল্পনা।
শিলিগুড়ি: আগামী ২৮ জানুয়ারি ‘ভারত জোড় ন্যায় যাত্রা’র দ্বিতীয় পর্যায় শুরু হচ্ছে বাংলায়। উত্তরবঙ্গে মিছিল করবেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আর ওই দিনই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মমতার মান ভাঙিয়ে সর্বভারতীয় প্রেক্ষিতে ইন্ডিয়া জোটের ঐক্য দেখাতে মরিয়া কংগ্রেসের দিল্লির নেতারা। রাহুলের যাত্রায় মমতা যাতে অংশ নেন, সেই চেষ্টা করা হতে পারে। এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েই দিয়েছেন যে তিনি ভোট-পূর্ববর্তী কোনও জোটে থাকছেন না। ভোটের পর জোট নিয়ে ভাবনা-চিন্তা করা যাবে। এমতাবস্থায় মমতাকে আপাতত সুর নরম প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। বারবার হাইকমান্ডের কোর্টেই বল ঠেলছেন তিনি।
তৃণমূল সূত্রে খবর, ২৮ জানুয়ারি শিলিগুড়িতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরের দিন অর্থাৎ ২৯ জানুয়ারি কোচবিহার ও শিলিগুড়ির কাছে ফুলবাড়িতে সভা করার কথা মমতার। ৩০ জানুয়ারি তিনি যাবেন বালুরঘাটে। ৩১ জানুয়ারি উত্তর দিনাজপুরে কর্মসূচি রয়েছে মমতার। ওই সময়েই বাংলার বিভিন্ন জায়গায় মিছিল করার কথা রাহুল গান্ধীর।
এদিকে, মমতার মান ভাঙাতে অধীর চৌধুরীকে কার্যত পাশ কাটিয়ে জয়রাম রমেশকে ময়দানে নামিয়েছে কংগ্রেস নেতৃত্ব। জয়রাম দাবি করেছেন, রাহুলের ন্যায় যাত্রায় সামান্য সময়ের জন্য হলেও অংশ নেবেন মমতা। মমতা ছাড়া ইন্ডিয়া জোট যে সম্ভব নয়, সে কথাও বলেছেন তিনি।
এরপরই জল্পনা ছড়ায়। তাহলে কি ২৮ জানুয়ারি শিলিগুড়িতে পৌঁছে রাহুলের ন্যায় যাত্রায় যোগ দেবেন মমতা? রাহুলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সম্ভাবনাও কি আছে?
এ ব্যাপারে কোনও উত্তর না দিলেও মমতার বিরুদ্ধে মুখ খুলছেন না অধীর চৌধুরী। প্রশ্ন করা হলে, তিনি বলছেন, তাঁর কিছু জানা নেই। দিল্লির রাজনৈতিক কৌশলে কি অস্বস্তিতে পড়েছেন প্রদেশ সভাপতি? জয়রাম রমেশের মন্তব্য প্রসঙ্গে অধীর বলেন, কী বলেছেন তা ওঁকেই জিজ্ঞাসা করুন। আমার জানা নেই। আমাকে নিয়ে তৃণমূল যা বলছে তা লিখে দিন। এরপর মেজাজ হারিয়ে ক্যামেরা ঠেলে এগিয়ে যান অধীর।
তবে কংগ্রেস নেতা গুলাম মীর জানান, মমতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। যাত্রায় উনি সুবিধামতো অংশ নেবেন। দিল্লির নেতারা সরাসরি যোগাযোগ রাখছেন বলেও দাবি করেছেন গুলাম মীর।