Darjeeling: ‘আস্থাভোট’ ঘিরে দার্জিলিঙে বাড়ছে উত্তাপ, পাহাড়ে নতুন সমীকরণের ইঙ্গিত?

Darjeeling: দার্জিলিং পৌরসভায় অনাস্থা বৈঠক ডেকে কার্যত হামরো পার্টিকে উচ্ছেদের শপথ নিয়েছে অনীতের প্রজাতান্ত্রিক মোর্চা। যা ঘিরে গন্ডগোলের সম্ভাবনা রয়েছে। অশান্তি রুখতে হাজির রয়েছে কমব্যাট ফোর্স, স্ট্রাকো ফোর্স।

Darjeeling: ‘আস্থাভোট’ ঘিরে দার্জিলিঙে বাড়ছে উত্তাপ, পাহাড়ে নতুন সমীকরণের ইঙ্গিত?
দার্জিলিঙে আস্থা ভোট
Follow Us:
| Edited By: | Updated on: Dec 28, 2022 | 12:29 PM

দার্জিলিং: বুধবার দার্জিলিং পুরসভায় আস্থা ভোট। ওই পুরসভার বর্তমান শাসক দল হামরো পার্টির কাউন্সিলরদের দলে টেনে বোর্ড গঠনের পথে অনীত থাপার মোর্চা এবং তৃণমূল। যার ফলে পাহাড়ে জোর চাপানউতোর। বেশ কিছু কাউন্সিলর হামরো পার্টি থেকে সরে এসে অনীত শিবিরে যোগদান করলে অনাস্থা প্রস্তাব নিয়ে আসে প্রজাতান্ত্রিক মোর্চা ও তৃণমূল জোট। আজ তারই ফয়সলা হতে চলেছে পাহাড়ে। এই আস্থাভোটকে কেন্দ্র করে গন্ডগোলের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। অশান্তি রুখতে আগাম হাজির কমব্যাট ফোর্স, স্ট্রাকো ফোর্স। জারি রয়েছে ১৪৪ ধারা।

উল্লেখ্য, চলতি বছরে মার্চে দার্জিলিং পুরসভার নির্বাচনে ৩২ আসনের মধ্যে ১৮টি জিতেছিল অজয় এডওয়ার্ডের হামরো পার্টি। ভোটের মাত্র ৩ মাস আগে দল তৈরি করে এই জয় যথারীতি চমক তৈরি করে। অনীত থাপার প্রজাতান্ত্রিক মোর্চা ৩২ আসনে লড়ে মাত্র ৯টি আসন পায়। তৃণমূল ২টি আসন জেতে। বিমল গুরুঙের গোর্খা জনমুক্তি মোর্চা জেতে ৩টি আসন। তৃণমূলকে ১০টি আসন ছেড়ে দিয়েছিল জেজিএম। পরে জিটিএ ভোটে লড়তে প্রজাতান্ত্রিক মোর্চার এক কাউন্সিলর ইস্তফা দেন। এরফলে মোট কাউন্সিলরের সংখ্যা দাঁড়ায় ৩১ জন। সম্প্রতি ছ’জন হামরোর কাউন্সিলর অনীতের প্রজাতান্ত্রিক মোর্চায় যোগ দেন। তাতে অনীত গোষ্ঠীর সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪। এবার তৃণমূলকে নিয়ে বোর্ড গঠন করতে চান অনীতরা।

অন্যদিকে এডওয়ার্ডের হামরোর ১২ জন এবং গুরুঙের তিন কাউন্সিলর একজোট বেঁধে বোর্ড রক্ষার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু এডওয়ার্ডের বক্তব্য, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা দার্জিলিং পৌরসভায় অনৈতিকভাবে বোর্ড গঠন করতে চাইছে। বিমল গুরুং ও বিনয়কে ডেকে তা বোঝাতেও চেয়েছেন তিনি। মঙ্গলবার একই মঞ্চে দেখা যায় বিমল গুরুং, বিনয় তামাং এবং অজয় এডওয়ার্ডকে। তাঁদের এই সাক্ষাৎ নিয়ে তৈরি হয় জল্পনা। আস্থাভোটকে কেন্দ্র করে নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে। তবে বুধবার প্রজাতান্ত্রিক মোর্চাই বোর্ড দখল করবে বলে এক প্রকার নিশ্চিত অনীতরা। অন্যদিকে, গদি বাঁচাতে এক কাট্টা অজয়, বিমল-বিনয়রা। এদিনের অনাস্থা নিয়ে ভোটাভুটির ফল কী হয়, এখন সেটার দেখার।