শিলিগুড়ি: টানা বৃষ্টিতে ফের ধস শিলিগুড়িতে (Siliguri)। সেবক ও কালিঝোরার মাঝে হাতিশুঁড়ের কাছে ১০ নম্বর জাতীয় সড়কে ফের ধস নামে। তার জেরে বাংলা ও সিকিমে সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ এবং সিকিম সীমানার একাধিক জায়গায় ধস নামে। কালিম্পঙ, সিঙ্গামারিতে ধ্বসে গিয়েছে রাস্তা। ১০ নম্বর জাতীয় সড়কের একটা বড় অংশ অবরুদ্ধ হয়ে পড়েছে।
পশ্চিমবঙ্গ এবং সিকিম সীমানার রংপো, মিল্লির পরস্থিতি ভয়াবহ হয়। ধসের কবলে পড়ে দার্জিলিং থেকে কালিম্পঙ আসার রাস্তাও। উত্তরে এখন গাড়ি এমনিতেই কম চলছিল। ধসের ফলে একেবারের সমতলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ১০ নম্বর জাতীয় সড়কের উপর ২৯ মাইল এলাকাও বারবার ধসের কবলে পড়ছে।
ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন। তবে টানা বৃষ্টিতে কাজও ব্যাহত হচ্ছে। প্রশাসনের প্রাথমিক কাজ ধস কবলিত এলাকাগুলিতে অন্তত রাস্তাগুলি পরিষ্কার করতে। যোগাযোগ ব্যবস্থার যাতে কিছুটা উন্নতি হয়, সেদিকে নজর দিচ্ছে প্রশাসন। বিপর্যস্ত এলাকাগুলিতে রয়েছে পূর্ত দফতরের কর্মীরা।
আলিপুর আবহাওয়া দফতর বলছে, উত্তরবঙ্গে বৃষ্টি ক্রমশ বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ার ও কোচবিহার এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি সর্তকতা রয়েছে উত্তরবঙ্গে। বৃহস্পতিবার ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দুএক জায়গায়। এদিন হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার জারি করা হয়েছে কমলা সতর্কতা। আরও পড়ুন: পকেটে ছিল ছোট্ট কয়েন, মূল্য কয়েক কোটি! জানাজানি হতেই এই যুবকের সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড