CPIM নেতার মৃত্যুতে নার্সিংহোমে তুলকালাম, ছুটলেন মেয়র

Prasenjit Chowdhury | Edited By: জয়দীপ দাস

Mar 27, 2025 | 6:50 PM

CPIM Leader: স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সৈকত আলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকার বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ রাতেই ভিড় করেন হাসপাতালে। ব্যাপক উত্তেজনা ছড়ায়। রাতেই দেদার ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।

CPIM নেতার মৃত্যুতে নার্সিংহোমে তুলকালাম,  ছুটলেন মেয়র
ব্যাপক উত্তেজনা এলাকায়
Image Credit source: TV 9 Bangla

Follow Us

শিলিগুড়ি: সিপিএম নেতার মৃত্যু নার্সিংহোমে। ভুল চিকিৎসার অভিযোগে নার্সিংহোমে দেদার লুঠ, ভাঙচুর চালানোর অভিযোগ। সরগরম এলাকা। নার্সিংহোমে গেলেন গৌতম দেব। গুরুতর অসুস্থ অবস্থায় শিলিগুড়ির ফুলবাড়ির মহারাজা নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসী কাটা গ্রাম পঞ্চায়েতের সিপিএম নেতা সৈকত আলীকে। একদিন আগেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। ওই নার্সিংহোমেই ভাঙচুর চালানোর অভিযোগ উঠল সিপিএম নেতার আত্মীয় পরিজনদের বিরুদ্ধে।  

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সৈকত আলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকার বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ রাতেই ভিড় করেন হাসপাতালে। ব্যাপক উত্তেজনা ছড়ায়। রাতেই দেদার ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। খবর যায় পুলিশে। খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। 

অভিযোগ, শুধু ভাঙচুরই নয়, নার্সিংহোমের প্রচুর সামগ্রী লুঠও করা হয়েছে। ঘটনার পর থেকেই ওই নার্সিংহোমের সামনে বসেছে পুলিশি প্রহরা। যদিও সিপিএম নেতার পরিবারের সদস্যরা বলছেন, পরিবারের কেউ এ কাজ করেনি। কারা করেছে জানা নেই। অন্যদিকে খবর পেয়ে ওই নার্সিংহোমে যান মেয়র গৌতম দেব। তিনিও ভাঙচুরের ঘটনার নিন্দা করেন। 

Next Article