Siliguri Fire: শিলিগুড়ির বাজারে আগুন, ভস্মীভূত দুই কাপড়ের দোকান
জানা গিয়েছে, রবিবার শিলিগুড়ির শেঠ শ্রীলাল মার্কেটের ২টি কাপড়ের দোকানে আগুন লেগেছিল। যদিও এই ঘটনায় কেউ আহত হননি। কিন্তু কী থেকে আগুন লেগেছে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। দমকলের তরফে জানানো হয়েছে, তদন্তের পরই আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে। তবে কাপড়ের দোকান হওয়ায় আগুন লাগার পরই তা দ্রুত ছড়িয়ে পড়েছিল।
শিলিগুড়ি: কালীপুজোর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শিলিগুড়িতে। রবিবার রাতে শিলিগুড়ির একটি বাজারে আগুন লাগে। ওই বাজারের দুটি কাপড়ের দোকানে আগুন লেগেছিল জানা গিয়েছে। এই অগ্নিকাণ্ডের জেরে পুড়ে গিয়েছে ওই দুটি দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। দমকলকর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এবং বাজারের অন্য দোকানেও তা ছড়িয়ে পড়ে থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।
জানা গিয়েছে, রবিবার শিলিগুড়ির শেঠ শ্রীলাল মার্কেটের ২টি কাপড়ের দোকানে আগুন লেগেছিল। যদিও এই ঘটনায় কেউ আহত হননি। কিন্তু কী থেকে আগুন লেগেছে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। দমকলের তরফে জানানো হয়েছে, তদন্তের পরই আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে। তবে কাপড়ের দোকান হওয়ায় আগুন লাগার পরই তা দ্রুত ছড়িয়ে পড়েছিল।
#WATCH | West Bengal: Fire broke out at two garment shops in Siliguri’s Seth Srilal market. Fire tenders present at the spot. Firefighting operations are underway. (12.11) pic.twitter.com/CmkSHVazzG
— ANI (@ANI) November 12, 2023
এ বিষয়ে ওই মার্কেট কমিটির সম্পাদক খোকন ভট্টাচার্য বলেছেন, “এটৈা খুবই দুর্ভাগ্যজনক কালীপুজোর দিন দুটি কাপড়ের পুড়ে গেল। দোকানের সব মাল পুড়ে গিয়েছে। কিন্তু দমকলকর্মীরা সময়মতো এসেছিলেন বলে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। নাহলে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারত।”