AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Army: করছেন ‘মেডিটেশন’, চলছে প্রস্তুতি, পাকিস্তানকে জবাব দিতে তৈরি হচ্ছে সেনা?

Indian Army: সেনা সূত্রে জানা গিয়েছে, কাশ্মীর ছাড়াও গুজরাট,পাঞ্জাব ও রাজস্থানে পাক সীমান্ত রয়েছে। সব মিলিয়ে ৩ হাজার ৩২৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। ফলে কাশ্মীর ছাড়াও বাকি তিন রাজ্যেও পাক সীমানায় কড়া নজর রাখছে সেনা।

Indian Army: করছেন 'মেডিটেশন', চলছে প্রস্তুতি, পাকিস্তানকে জবাব দিতে তৈরি হচ্ছে সেনা?
ভারতীয় সেনা জওয়ানরা কীভাবে তৈরি হচ্ছেন?Image Credit: PTI
| Edited By: | Updated on: Apr 29, 2025 | 4:06 PM
Share

শিলিগুড়ি: নৃশংসভাবে ছাব্বিশ জন পর্যটককে খুন। তারপর থেকে পাকিস্তান কড়া বার্তা দেবে বলেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সকলের মুখে একই বার্তা, রেয়াত করা হবে না কাউকে। এরপর থেকে অতিসক্রিয় ভারতীয় সেনা। পাকিস্তানকে যোগ্য জবাব দিতে প্রস্তুত তারা, তা আগেই জানিয়েছিল সেনা। চলছে যাবতীয় তৎপরতা।

কীভাবে নিজেদের প্রস্তুত করছেন সেনা জওয়ানরা?

সেনা সূত্রে খবর, জওয়ানদের মানসিকভাবে জোর দিতে চাঙ্গা রাখতে বেশি করে প্রাণায়াম ও যোগায় জোর দেওয়া হচ্ছে। এর পাশাপাশি প্যারাট্রুপিং,ওয়েপেন প্রাকটিস ইত্যাদিতে বিশেষ জোর দেওয়া হচ্ছে। বরফ আচ্ছাদিত এলাকায় চলছে প্যারাট্রুপিং। সারফেস মিসাইল সিস্টেমসহ বিভিন্ন আর্টিলারি প্রাকটিসেও জোর দেওয়া হচ্ছে। পাক সীমান্ত অধ্যুষিত চার রাজ্যের ভৌগলিক পরিবেশ মাথায় রেখে নানা পদক্ষেপ করা হচ্ছে।

সেনা সূত্রে জানা গিয়েছে, কাশ্মীর ছাড়াও গুজরাট,পাঞ্জাব ও রাজস্থানে পাক সীমান্ত রয়েছে। সব মিলিয়ে ৩ হাজার ৩২৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। ফলে কাশ্মীর ছাড়াও বাকি তিন রাজ্যেও পাক সীমানায় কড়া নজর রাখছে সেনা। প্রয়োজনে সেনা সংখ্যা আরও বাড়ানো হতে পারে খবর। প্রসঙ্গত উল্লেখ্য, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় চলছে সেনার তল্লাশি অভিযান। সেই মতো আকাশপথেও চলছে টহলদারি। উত্তরবঙ্গের আকাশপথে প্রাথমিক মহড়া শুরু করে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। বাগডোগরা, হাসিমারার বায়ুসেনা ছাউনিতে বেড়েছে তৎপরতা। উত্তরবঙ্গের আকাশে দেখা মিলছে রাফাল যুদ্ধবিমানের। এছাড়াও অসম ও অরুণাচলের ঘাঁটিতেও বাড়ানো হয়েছে টহলদারি।