North Bengal Disaster: উত্তরবঙ্গে ভয়াবহ অবস্থা, লাগাতার বৃষ্টিতে ভেঙে গেল দুধিয়া সেতু, মিরিকে ধস নেমে মৃত্যু ২ জনের
North Bengal Weather: নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছিল টানা বিগত কয়েকদিন ধরে। শনিবারও প্রবল বৃষ্টি হয়। এই বৃষ্টির জেরেই বিজনবাড়ির পুলবাজারে ভাঙল রাস্তা। বহু পর্যটকের আটকে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ভেঙে গিয়েছে দুধিয়া সেতুও।

নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছিল টানা বিগত কয়েকদিন ধরে। শনিবারও প্রবল বৃষ্টি হয়। এই বৃষ্টির জেরেই বিজনবাড়ির পুলবাজারে ভাঙল রাস্তা। বহু পর্যটকের আটকে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ভেঙে গিয়েছে দুধিয়া সেতুও। রাতের একটানা বৃষ্টিতে লোহার সেতুর একাংশ ভেঙে যায়। শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এর জেরে। ধস নেমে ঋষিখোলা, পেডংয়ের অনেক রাস্তা বন্ধ হয়ে গিয়েছে।
অন্যদিকে, মিরিক জুড়ে বিস্তীর্ণ অঞ্চলে নেমেছে ধস। মিরিকের বস্তিতে ধস নেমে মৃত্যু হয়েছে ২ বাসিন্দার। দুর্যোগের জেরে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়কও। দার্জিলিং-কালিম্পংয়েও যোগাযোগের একাধিক রাস্তা বন্ধ। দার্জিলিং বিশপ হাউসের কাছেও ধস নেমেছে। সেখানে পাথর সরানোর কাজ চলছে।
দার্জিলিং জুড়ে একাধিক জনপ্রিয় পর্যটন কেন্দ্র রয়েছে। পুজোর পর বহু মানুষই পাহাড়ে ঘুরতে গিয়েছেন। লাগাতার বৃষ্টি, ধসের জেরে বহু পর্যটকের আটকে পড়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়ার লেটেস্ট আপডেট অনুযায়ী, দার্জিলিং, সিকিমের পাহাড়ে আপাতত বৃষ্টি ধরেছে। তবে আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে কমলা সতর্কতা রয়েছে। আলিপুরদুয়ারে জারি রয়েছে লাল সতর্কতা।
ভুটানেও প্রবল বৃষ্টি হচ্ছে, বিপদ বাড়বে ডুয়ার্সেরও। শনিবার সন্ধ্য়া থেকেই মুষলধারায় একটানা বৃষ্টি হচ্ছে সিকিম, দার্জিলিং, ডুয়ার্সে। একাধিক অঞ্চলে বৃষ্টি ডবল সেঞ্চুরি করেছে। লাগাতার বৃষ্টিতে বাড়ছে নদীর জলস্তরও। ফুঁসছে তিস্তা, তোর্সা, জলঢাকা-সহ একাধিক পাহাড়ি নদী। তিস্তার বাঁধে জল ছাড়ার হার ৩৫০০ কিউমেক ছাড়ানোর আশঙ্কা করা হচ্ছে।
