North Bengal Medical College and Hospital: খেলতে গিয়ে হঠাৎ পেরেক গিলে নিল শিশু, শ্বাসকষ্ট শুরু হতেই…

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 17, 2022 | 4:59 PM

Siliguri: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ সূত্রে খবর, বুধবার খেলা করতে গিয়ে কোনও ভাবে একটি পেরেক গিয়ে ফেলে শিশুটি।

North Bengal Medical College and Hospital: খেলতে গিয়ে হঠাৎ পেরেক গিলে নিল শিশু, শ্বাসকষ্ট শুরু হতেই...
শিশুটির এক্স-রে রিপোর্ট (নিজস্ব ছবি)

Follow Us

শিলিগুড়ি: খেলতে গিয়েই ভয়ঙ্কর বিপদ ঘটাল ছোট্ট শিশু। তবে বরাত জোরে কোনও মতে রক্ষা করা গেল তাকে। গলায় পেরেক বিঁধে যাওয়ায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে অবশেষে বিপদমুক্ত হয় সে।

শিলিগুড়ি ডাঙিপাড়ার এলাকার ঘটনা। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ সূত্রে খবর, বুধবার খেলা করতে গিয়ে কোনও ভাবে একটি পেরেক গিলে ফেলে শিশুটি। সঙ্গে-সঙ্গে কাশি শুরু হয় তার। সঙ্গে শ্বাসকষ্টও। পরিবারের সদস্যরা জানতে পারার সঙ্গে-সঙ্গে দেরি করেনি। রাতেই শিশুটিকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় মেডিক্যাল কলেজে। ভর্তি করে নেওয়া হয় হাসপাতালে। চিকিৎসকরা এক্স-রে করে পেরেকটির অবস্থান দেখে নেয়।

এরপর বৃহস্পতিবার সকালে বাচ্চাটির জটিল অস্ত্রোপচারের করে সাত চিকিৎসকের একটি দল। তাঁদের কঠোর পরিশ্রমের ফলে অবশেষে বিপদমুক্ত হয় শিশুটি। চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আসলে শিশুটির বয়স কম। এদিকে, অস্ত্রোপচারও জটিল ছিল। তবে সম্মিলিত চিকিৎসার পর আপাতত বিপদমুক্ত শিশুটি। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসক বলেন, “আরিস মহম্মদ নামের একটি শিশু গতকাল পেরেক নিয়ে খেলতে গিলে ফেলে সেটি। এরপর সন্ধে নাগাদ আমাদের ওয়ার্ডে ভর্তি হয় সে। দেরি না করে আমারা তাড়াতাড়ি এক্স-রে, সিটিসি করি তার। সেই সময় দেখতে পাই গলার মধ্যে পেরেক বিঁধে রয়েছে। বাচ্চাটির শ্বাসকষ্টের পাশাপাশি কাশি ছিল প্রচণ্ড। তারপর আমাদের রেডিও লজি বিভাগের প্রধান জানান যে পেরেকটি ফুসফুসের মধ্যে ঢুকে গিয়েছে। এরপর তৎক্ষনাৎ আমরা সাতজনকে নিয়ে একটি দল গঠন করি। আজ সকালে অস্ত্রোপচার করা হয়। পেরেকটি বার করা হয়েছে। এখন শিশুটিকে অবজারভেসনে রাখা আছে।”

আরও পড়ুন: Basirhat Deadbody Recover: বিচ্ছিরি একটা গন্ধ নাকে আসছিল, কাছে যেতেই ভিরমি খাওয়ার জোগাড় এলাকাবাসীর

আরও পড়ুন: BSF in Cooch Behar: বারণ সত্ত্বেও কথা কানে তোলেনি, সীমান্তে বিএসএফ-এর গুলিতে মৃত্যু এক বাংলাদেশির

Next Article
Governor On The Kashmir Files: ‘ওই সময় মন্ত্রিসভায় ছিলাম..সব দেখেছি’, সবাইকে ‘কাশ্মীর ফাইলস’ দেখার পরামর্শ ধনখড়ের