Toy Train: দার্জিলিঙের পাহাড়ে টয় ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের
Darjeeling: দার্জিলিং থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল টয় ট্রেনটি। সেই সময়েই কার্শিয়াং স্টেশনে টয় ট্রেনের নীচে চাপা পড়ে মৃত্যু হয় বছর আঠারোর ওই যুবকের। মৃত ওই যুবকের নাম সূর্য রাউত। যুবকের দেহ ইতিমধ্যেই উদ্ধার করে কার্শিয়াং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য।
দার্জিলিং: বর্ষা ঢুকে গিয়েছে উত্তরবঙ্গে। পাহাড়েও রোজই বৃষ্টি চলছে। এরই মধ্যে মর্মান্তিক দুর্ঘটনা দার্জিলিঙে। টয় ট্রেনে চাপা পড়ে মৃত্যু হল এক যুবকের। বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে কার্শিয়াং রেল স্টেশনের কাছে। দার্জিলিং থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল টয় ট্রেনটি। সেই সময়েই কার্শিয়াং স্টেশনে টয় ট্রেনের নীচে চাপা পড়ে মৃত্যু হয় বছর আঠারোর ওই যুবকের। মৃত ওই যুবকের নাম সূর্য রাউত। যুবকের দেহ ইতিমধ্যেই উদ্ধার করে কার্শিয়াং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য।
সাধারণত দার্জিলিংয়ের ন্যারো গেজ লাইনে টয় ট্রেন ধীর গতিতেই চলাচল করে। তার মধ্যে কীভাবে এই দুর্ঘটনা ঘটে গেল, সে বিষয়ে স্পষ্টভাবে এখনও কিছু জানা যায়নি। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে কার্শিয়াং রেল স্টেশন চত্বরে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, টয় ট্রেনটি যখন কার্শিয়াং স্টেশনে ঢুকেছিল, তখনই কোনওভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে। মৃত ওই যুবক স্থানীয় বাসিন্দা বলেই জানা যাচ্ছে। যদিও রেলের তরফে এখনও পর্যন্ত এই দুর্ঘটনা নিয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি।
শৈলরানি দার্জিলিঙের অন্যতম আকর্ষণের কেন্দ্র হল টয় ট্রেন। পাহাড়ি রাস্তায় টয় ট্রেনের জয় রাইড পর্যটকদের অন্যতম আকর্ষণ। যদিও এটি জয় রাইডের টয় ট্রেন ছিল না। দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে ফিরছিল টয় ট্রেনটি।
তবে টয় ট্রেনের ধাক্কায় মৃত্যুর ঘটনা এই প্রথম বার নয়। এর আগে এই ধরনের ঘটনা ঘটেছিল। গত বছরের ফেব্রুয়ারিতে তিনধারিয়ার কাছে টয় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছিল এক বৃদ্ধের।