Siliguri: মালগাড়ির মধ্যে পাচার হচ্ছিল গাঁজা? স্তম্ভিত রেলপুলিশও
Siliguri:বৃহস্পতিবার স্টেশনে পৌঁছে দেখা যায় প্ল্যাটফর্ম জুড়ে ছড়িয়ে প্রচুর কাঠের লগ। বিভিন্ন বগি থেকে বের করা হচ্ছে কাঠের লগ। কীভাবে এই বিপুল পরিমাণ কাঠ মালগাড়ির বিভিন্ন বগিতে লোড করা হল?

শিলিগুড়ি: মালগাড়িতে পাঁচার বিপুল পরিমাণ কাঠের লগ। বিভিন্ন বগি খুললেই বেরিয়ে আসছে কাঠের লগ। একের পর এক বগি থেকে উদ্ধার কোটি টাকার কাঠ ছাড়াও বগি থেকে উদ্ধার গাঁজা ও চোরাই সুপারি।
গোপন সুত্রে খবর পেয়ে এনজেপি স্টেশনে আটক মালগাড়ি। রেলকর্মীদের একটি চক্র এই পাচারে জড়িত বলে সন্দেহ রেলপুলিশের। এই ঘটনায় স্তম্ভিত রেলপুলিশ। প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থাও। রেলপুলিশ সুত্রে খবর, গুয়াহাটি থেকে ছাড়ার পর দোমহণিতে মালগাড়ির চালক ও গার্ড বদল হয়। গাড়িটি গুয়াহাটি থেকে হাওড়া অভিমুখে যাচ্ছিল। তখনই কি এই ঘটনা ঘটেছে?
বৃহস্পতিবার স্টেশনে পৌঁছে দেখা যায় প্ল্যাটফর্ম জুড়ে ছড়িয়ে প্রচুর কাঠের লগ। বিভিন্ন বগি থেকে বের করা হচ্ছে কাঠের লগ। কীভাবে এই বিপুল পরিমাণ কাঠ মালগাড়ির বিভিন্ন বগিতে লোড করা হল? এই প্রশ্নের উত্তর মিলছে না। এক শ্রমিক বলেন, “প্রতিটি বগিতে এই কাঠের লগ রয়েছে। প্রায় তিরিশ পিস খুঁজে পেয়েছি। আরও হয়ত আছে। বলতে পারব না।”

