Suvendu Adhikari: বিমল গুরুং, রোশন গিরির সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর

Suvendu Adhikari: বিশ্লেষকরা মনে করছেন, বিমল গুরুং-এর জনপ্রিয়তা এবার কাজে লাগাতে চায় বিজেপি। তাই এই আবহে গুরুং-এর সঙ্গে শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ।

Suvendu Adhikari: বিমল গুরুং, রোশন গিরির সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর
শুভেন্দুর সঙ্গে বিমল গুরুংImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 31, 2025 | 10:48 PM

দার্জিলিং: বৃস্পতিবার সন্ধ্যায় গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং আর রোশন গিরির সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২০২৪ এর লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরে ঝুঁকে ছিলেন বিমল গুরুং, রোশন গিরিরা। আর এবার বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দুর সঙ্গে দেখা গেল তাঁদের, যা রাজনৈতিক বিশেষজ্ঞরা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন।

পাহাড় রাজনীতিতে প্রতিষ্ঠিত মুখ হিসেবে এখনও জনপ্রিয়তা রয়েছে গুরুংয়ের। সেইসঙ্গে জাতিগত আবেগ রয়েছে ডুয়ার্স তথা পাহাড়ের মানুষের মধ্যে। সেখানেও গুরুং-এর তাৎপর্য রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, সেই জনপ্রিয়তা এবার কাজে লাগাতে চায় বিজেপি। তাই এই আবহে গুরুং-এর সঙ্গে শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ।

গত বছর লোকসভা নির্বাচনের ঠিক আগে আচমকা শুভেন্দু অধিকারীর মঞ্চে উঠতে দেখা যায় বিমল গুরুং-কে। সেই সময় সভা থেকে বিমল গুরুং বলেছিলেন, রাজনীতিতে সবই সম্ভব। আমরা এখন বিজেপিকে সব আসনেই সমর্থন করছি।

গুরুংয়ের সঙ্গে বিজেপির সম্পর্ক প্রায় ২০০৭ থেকে। দার্জিলিং লোকসভা আসন থেকে বিজেপির বিপুল ভোটে জয়ের পিছনেও গুরুং-এর ভূমিকা ছিল বলেই মনে করা হয়। ২০১৭ সালে তিনি পাহাড় ছাড়েন। পরে ২০২০-তে হঠাৎ কলকাতায় আত্মপ্রকাশ করে তিনি জানান, বিজেপির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তিনি তৃণমূলের হাত ধরতে চান। এরপর ২০২১-এর বিধানসভা নির্বাচনে ও দার্জিলিং পুরভোটে তাঁর দলের সঙ্গে তৃণমূলের জোট হয়। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। পরে আবার বিজেপির মঞ্চে দেখা যায় গুরুং-কে।