Accident: পাহাড়ে বেড়াতে গিয়ে বাঙালি পরিবারের মাথায় বাজ, নদীতে গাড়ি পড়ে হত ১
Sikkim: আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সিংথমে জেলা হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের গ্যাংটকে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়। জেলা হাসপাতালে মর্গে নিহতের দেহ রাখা হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু হয়েছে।
দার্জিলিং: ভয়াবহ পথদুর্ঘটনা সিকিমের সিংথমের কাছে। একটি যাত্রীবোঝাই চার চাকার গাড়ি সোজা পড়ে যায় নদীতে। জানা গিয়েছে, সেই গাড়িতে পাঁচজন পর্যটক ছিলেন। সিংথমের কাছে সাংখোলায় রানি নদীতে পড়ে যায় গাড়িটি। ২ জনের মৃত্যু হয়, ৪ জন আহত। নিহতদের মধ্য়ে রয়েছেন গাড়ির চালক। রয়েছেন রবীন্দ্রনাথ পাল নামে ৭২ বছর বয়সি এক ব্যক্তিও। আহতদের মধ্য়ে চার বছরের একটি শিশু রয়েছে বলে খবর। এছাড়াও আছেন ৬০ বছরের এক বৃদ্ধা ও এক যুবক ও এক যুবতী।
আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সিংথমে জেলা হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের গ্যাংটকে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়। জেলা হাসপাতালে মর্গে নিহতের দেহ রাখা হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু হয়েছে।
জানা গিয়েছে, শনিবার ভোরে পর্যটকদের নিয়ে গাড়িটি শিলিগুড়ি থেকে গ্যাংটকের দিকে যাচ্ছিল। সেই সময় এই দুর্ঘটনা ঘটে। সিকিম পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পাল পরিবার বেড়াতে গিয়েছিলেন পাহাড়ে। সেখানে গিয়ে এমন ভয়াবহ পরিস্থিতি। পরিবারের এক সদস্যকে হারিয়ে তাঁরাও দিশাহারা। শারীরিক অবস্থা বুঝে তাঁদের সঙ্গে কথা বলবে পুলিশ।