Siliguri: অনশনকারী দুই ডাক্তার কিটোন পজিটিভ, ওয়ারেস খাওয়ানোর চিন্তাভাবনা সিনিয়রদের

Siliguri: আজ তিনদিনে পড়ল উত্তরবঙ্গ মেডিকেলের অনশন আন্দোলন। প্রতীকী অনশন চালিয়ে যাচ্ছেন একাধিক জুনিয়র ডাক্তার। তবে আমরণ অনশন দুজন। তাঁদের মধ্যে একজন সৌভিক বন্দ্যোপাধ্যায় এবং অলোক কুমার ভার্মা।

Siliguri: অনশনকারী দুই ডাক্তার কিটোন পজিটিভ, ওয়ারেস খাওয়ানোর চিন্তাভাবনা সিনিয়রদের
ওয়ারেস খেলেন ডাক্তাররাImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 08, 2024 | 4:48 PM

শিলিগুড়ি: ধর্মতলায় অনশন করছেন সাত জুনিয়র ডাক্তার। অপরদিকে, শিলিগুড়িতে অনশনে বসেছেন দু’জন। এবার উত্তরবঙ্গ মেডিকেলে দুই অনশনকারীকে ওয়ারেশ খাওয়ানোর সিদ্ধান্ত সিনিয়র ডাক্তারদের। তাহলে অনশন ভাঙছেন তাঁরা? যদিও, চিকিৎসকদের বক্তব্য, ওয়ারেস খেয়েই আন্দোলন চালাবেন তাঁরা।

আজ তিনদিনে পড়ল উত্তরবঙ্গ মেডিকেলের অনশন আন্দোলন। প্রতীকী অনশন চালিয়ে যাচ্ছেন একাধিক জুনিয়র ডাক্তার। তবে আমরণ অনশন দুজন। তাঁদের মধ্যে একজন সৌভিক বন্দ্যোপাধ্যায় এবং অলোক কুমার ভার্মা। জানা যাচ্ছে, অনশনের জেরে কার্যত দুর্বল হয়ে পড়েছেন তাঁরা। রেসিডেন্ট চিকিৎসকদের তরফে সভাপতি কৌস্তভ চক্রবর্তী জানান, যারা অনশনে ওদের শরীরে কিটোন পসিটিভ ধরা পড়েছে। তাই সিদ্ধান্ত হল ওদের ইলেকট্রলাইট দেওয়া হবে। তারা ইলেকট্রলাইট খেয়েই অনশন চালিয়ে যাবেন।

এ দিকে, উত্তরবঙ্গে যখন অনশন চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। সেই সময় আবার দক্ষিণবঙ্গে বড় পদেক্ষপ সিনিয়র চিকিৎসকদের। আরজি কর হাসপাতালের পঞ্চাশ জন সিনিয়র ডাক্তার দিয়েছেন গণইস্তফা। জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নিয়েছেন তাঁরা।