Siliguri: বাড়িতে স্ত্রী, বাইরে প্রেমিকা, কাকে খুন করলেন জওয়ান?
Siliguri: ডিসিপি আরও জানান, ঘটনার তদন্তে স্পষ্ট খুনের দিন অর্থাৎ ৭ই ডিসেম্বর রুস্তম এবং অভিষেক শিলিগুড়ি এসে পৌঁছয়।পরদিন রুস্তম বাগরাকোট ফিরে গেলেও অভিষেক ট্রেনে চেপে চেন্নাই পাড়ি দেয়। সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ শেষে শুরু হয় গ্রেফতারি। তার আগে গঠন করা হয় বিশেষ টিম।
শিলিগুড়ি: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন যুবতী। শিলিগুড়ির ভানুনগরের বাসিন্দা বছর ২৬-র যুবতীকে খুন করা হয়েছে। প্রাথমিক তদন্তে এমনটাই মত তদন্তকারী পুলিশ কর্তাদের। ঘটনায় ইতিমধ্যে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দু’জনকে জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয়। অন্যদিকে চেন্নাই থেকে সুপারি কিলার হিসেবে খুনের জড়িত সন্দেহে আরও একজনকে গ্রেফতার করে নিয়ে আসা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরকীয়ার সম্পর্ক থেকে রেহাই পেতেই এই খুন।
পুলিশ জানিয়েছে, গত ৭ নভেম্বর যুবতীর গলাকাটা দেহ উদ্ধার হয়। মৃতার মায়ের অভিযোগের প্রেক্ষিতে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। সেই তদন্তের আট দিন বাদে তিনজনকে গ্রেফতার করা হয়।
ঘটনা প্রসঙ্গে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি (ইস্ট) রাকেশ সিং জানান, প্রাথমিকভাবে খুনের ঘটনায় যা জানা গিয়েছে তা হল,পৃথিকা পোর্টেল এবং তাঁর স্বামী অরুণ পোর্টেল মূলত ওই যুবতীকে খুনের জন্য বাগরাকোটের দুই যুবকের সঙ্গে ১লক্ষ টাকার চুক্তি করেছিল। অরুণের সঙ্গে ওই যুবতীর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। তাকে খুন করতে চুক্তির অর্ধেক টাকাও দেওয়া হয়েছিল। সেই ঘটনায় তিদন্ত শেষে আধাসেনা কর্মীর স্ত্রী পৃথিকা সহ সুপারি কিলার রুস্তমকে গ্রেফতার করা হয়। অন্যদিকে,অপর সুপারি কিলার অভিষেককে চেন্নাই থেকে গ্রেফতার করে নিয়ে আসা হচ্ছে ট্রানজিট রিমান্ডে। আধাসেনা জওয়ানকে গ্রেফতার করতে আইনি পদক্ষেপ করা হচ্ছে।
ডিসিপি আরও জানান, ঘটনার তদন্তে স্পষ্ট খুনের দিন অর্থাৎ ৭ই ডিসেম্বর রুস্তম এবং অভিষেক শিলিগুড়ি এসে পৌঁছয়।পরদিন রুস্তম বাগরাকোট ফিরে গেলেও অভিষেক ট্রেনে চেপে চেন্নাই পাড়ি দেয়। সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ শেষে শুরু হয় গ্রেফতারি। তার আগে গঠন করা হয় বিশেষ টিম। ডিসিপির কথায়, ধৃত পৃথিকার স্বামী প্যারামেলেটারির একটি ইউনিটে পঞ্জাবে কর্মরত ৷ সেক্ষেত্রে তাকে গ্রেফতার করতে আইনি পদক্ষেপ করছে পুলিশ।